সংবাদদাতা, হুগলি : বাংলা থেকে গতবার যে সমস্ত বিজেপি সাংসদরা জিতেছিলেন তাদের কাছে এটাই শেষ লোকসভা অধিবেশন, কারণ এবারে তারা নির্বাচনে জিততে পারবে না। রাজ্যের মানুষ তাদের সমূলে বিদায় দেবে। ডানকুনির এক সভা থেকে এমনটাই হুঙ্কার দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার ডানকুনিতে এক রক্তদান শিবিরে এসে বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন শ্রীরামপুরের সাংসদ।
আরও পড়ুন-ব্যবস্থাপনায় মুগ্ধ পুণ্যার্থীরা, একবার নয়, গঙ্গাসাগর এখন বারবার
এদিন তিনি বলেন, ভারতবর্ষের মানুষ কে কোন ধর্ম পালন করবেন, কে কী খাবেন তা ঠিক করে দেবে না নরেন্দ্র মোদি। আগামী নির্বাচনে ভারতবর্ষের মানুষ তার বিরুদ্ধে যোগ্য জবাব দেবেন, এখানে বাংলার মানুষের হৃদয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, সন্দেশখালিতে গন্ডগোল হয়েছে বলে সারা রাজ্যে সিআইএসএফ, সিআরপিএফ রুট মার্চ চালাতে পারে না, কারণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আইনশৃঙ্খলার দায়িত্ব রাজ্য সরকারের।
আরও পড়ুন-তৃণমূলনেত্রীর কথাই মানল ইন্ডিয়া, কর্মিসভায় চন্দ্রিমা
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা দেখে নির্বাচন কমিশন। এই সময় তারা যদি মনে করে কোন জায়গায় সিআরপিএফ বা সিআইএসএফ টহল দেওয়ার দরকার আছে তারা সেটা করতে পারে, তাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙতে চাইছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেই এই সব পরিকল্পনা করেছেন। কারও বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে তাহলে তার বাড়িতে সিআরপিএফ নিয়ে যাক। কল্যাণের প্রশ্ন, সিবিআই তদন্ত করছে, গ্রেফতারও করেছে, কিন্তু আজ দেড়-দু’বছর হয়ে গেল যাঁরা জেলে রয়েছেন এখনও তাঁদের ট্রায়াল শুরু হল না কেন?