প্রতিবেদন : ফের মধ্যযুগীয় বর্বরতা যোগীরাজ্যে। নারী-সুরক্ষা (women safety) নিয়ে সরকারের যে কোনও মাথাব্যথাই নেই, সেই নিদর্শনই ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। একের পর এক শ্লীলতাহানি, ধর্ষণ, হেনস্থা ও নারী নির্যাতনের মতো নিকৃষ্টতম ঘটনা ঘটে চলেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যে। কিন্তু এতকিছুর পরও নারী-নিরাপত্তার দিকে নজর দিতে নারাজ উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন সরকার।
আরও পড়ুন-মৃত্যুপুরী ওয়েনাড়ে কাল তৃণমূল-দল
সম্প্রতি উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের রাস্তায় এক মহিলাকে হেনস্থার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন লখনউ। জমা জলে সমস্যা বেড়েছে স্থানীয়দের। সেই অবস্থায় বাইকে করে যাচ্ছিলেন এক মহিলা। জলমগ্ন রাস্তায় সেই মহিলাকে লক্ষ্য করে রাস্তায় জমে থাকা নোংরা জল ছেটাতে থাকে একদল যুবক। শুধু তাই নয়, এক ব্যক্তি মহিলাকে বাইক থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে জলে ফেলে দেওয়ারও চেষ্টা করেন। শ্লীলতাহানিও করা হয় তাঁর। বাইক থেকে জলমগ্ন রাস্তায় পড়ে যান মহিলা, সেইসময় এক যুবক তাঁকে জাপটে ধরার চেষ্টা করে। এই পরিস্থিতিতে তরুণীকে ঘিরে উল্লাসে মাতে যুবকের দল। ঘৃণ্য মানসিকতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করে তাঁরা। সেই সময় এক বাইক আরোহীর তৎপরতায় তরুণী রক্ষা পান এবং পুলিশে খবর দেন। পিঠ বাঁচাতে উত্তরপ্রদেশের পুলিশ তদন্তে নামে এবং যুবকদের চিহ্নিত করার আশ্বাস দেয়। কিন্তু এমন অমানবিক ঘটনার পরও কি যোগীরাজ্যের সরকার বলবে, হাসতে থাকুন আপনি উত্তরপ্রদেশে আছেন!