বিজেপি রাজ্যে এটাই আসল চিত্র

বিজেপি (BJP) রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় পৌঁছেছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বেত্তিয়ার মেডিক্যাল কলেজ হাসপাতাল।

Must read

প্রতিবেদন : বিজেপি (BJP) রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় পৌঁছেছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বেত্তিয়ার মেডিক্যাল কলেজ হাসপাতাল। হাসপাতালের অবস্থা এতটাই খারাপ এবং কর্মীরা এতটাই অমানবিক যে মৃতদেহ নিয়ে যেতে স্ট্রেচার না থাকায় সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের ঘরে। ঘটনার ভিডিওটি প্রকাশ্যে আসতেই প্রবল সমালোচনা।

আরও পড়ুন-আবার পথ দেখাচ্ছে বাংলা, মা-মাটি-মানুষের পশ্চিমবঙ্গ

সবচেয়ে আশ্চর্যের হল, বিজেপি নেতাদের মুখে একটিও শব্দ নেই। মৃতদেহটি রাস্তা থেকে উদ্ধার হয়। স্থানীয়রা বলছেন, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, মাঝে মধ্যেই এই ঘটনা দেখা যায়। মানুষেরও সয়ে গিয়েছে। কেউ প্রতিবাদ করে না। যেসব বিজেপি নেতা বাংলার হাসপাতালগুলিতে পান থেকে চুন খসলে তারস্বরে চিৎকার করেন, তাঁদেরকে জিজ্ঞাসা, বিহার নিয়ে কিছু বলবেন না?

Latest article