প্রতিবেদন: প্রতিবার পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা এসে ভারতে হামলা চালিয়ে নিরীহ দেশবাসীকে হত্যা করে চলে যায়। ক্ষতির মুখে পড়ে দেশের অর্থনীতি। তারপরও কাশ্মীর সমস্যার সমাধান আজও হয়নি। অথচ প্রতিবার হামলার পর হম্বিতম্বি দেখিয়ে নানা গালভরা কথা শোনান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকী পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের গল্পও শুনিয়েছিলেন তিনি। এবারও পহেলগাঁও হামলার পরে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার ছাড়ছিলেন। কাশ্মীর নিয়ে সেই গালভরা প্রচারের পাল্টা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার কেন্দ্রকে দিলেন কড়া বার্তা। তিনি মনে করিয়ে দিলেন, পাক অধিকৃত কাশ্মীর দখলে নেওয়ার এটাই উপযুক্ত সময়। মুখে হুঙ্কার না ছেড়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান করুন, সার্জিক্যাল স্ট্রাইক নয়।
আরও পড়ুন-পাকিস্তান অধিকৃত কাশ্মীর দাবির এটাই হল উপযুক্ত সময়
পুলওয়ামা-কাণ্ডের পরও পাক অধিকৃত কাশ্মীর দখলের গল্প শুনিয়েছিলেন মোদি। কিন্তু আদতে সার্জিক্যাল স্ট্রাইক করেই জারিজুরি শেষ। পহেলগাঁওয়ের পর ঢক্কানিনাদ না করে এবার পাক অধিকৃত কাশ্মীর দখল করে দেখান নরেন্দ্র মোদি। ৩২ জনের প্রাণ চলে গিয়েছে, এখনও বিচার পাননি নিরীহ পর্যটক ও নাগরিকরা। একজন জঙ্গিকেও এখনও উপযুক্ত শাস্তি দিতে পারেনি। গোয়েন্দা ব্যর্থতা নিয়ে কেন্দ্রকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে গর্জে ওঠেন। তিনি লেখেন, গত কয়েকদিন ধরে মূলধারার গণমাধ্যম এবং কেন্দ্রীয় সরকারের আচরণ খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে আমার মনে হচ্ছে, পহেলগাঁওয়ে এই ন্যক্কারজনক সন্ত্রাসবাদী হামলার পিছনে থাকা ত্রুটিগুলি গভীরভাবে তদন্ত করার পরিবর্তে, তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে প্রচারে বেশি মনোযোগী।
এ-প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট দাবি, তুচ্ছ রাজনীতির ঊর্ধ্বে উঠে এই বিষয়টিকে চিরতরে স্থায়ীভাবে মোকাবিলা করার সময় এসেছে। এখন পাকিস্তানের উপর আরও সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী হুমকির সময় নয়। এখন তাদের শিক্ষা দেওয়ার সময় এসেছে। তাদের ভাষাতেই তাদের শিক্ষা দিতে হবে। এটাই পাক অধিকৃত কাশ্মীর দাবি করার উপযুক্ত সময়। সেটাই করে দেখাক কেন্দ্র।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…