এবার বিরাটের নতুন ইনিংস

Must read

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর : ২২ গজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে। এবার মাঠের বাইরেও নতুন ইনিংস শুরু করলেন বিরাট কোহলি (Virat Kohli)। স্পোর্টসওয়্যার স্টার্টআপ অ্যাজিলিটাস স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন কিং কোহলি। শুধু সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডরই নন, বিনিয়োগকারী হিসাবেও অ্যাজিলিটাস স্পোর্টসের সঙ্গে যুক্ত থাকবেন বিরাট। সংস্থার ১.৯৪ শতাংশ শেয়ার থাকবে তাঁর হাতে। এখানেই শেষ নয়, বিরাটের (Virat Kohli) নিজস্ব পোশাক ব্র্যান্ডের পণ্যও বিক্রি হবে অ্যাজিলিটাস স্পোর্টসের মাধ্যমে। বিরাটের ব্র্যান্ডের যাবতীয় পণ্য আমজনতার কাছে পৌঁছে দিতে নতুন কৌশল নেবে অ্যাজিলিটাস স্পোর্টস। সোমবার বিরাট এই প্রসঙ্গে বলেছেন, অ্যাজিলিটাস স্পোর্টসের প্রস্তাব প্রথমবার শুনেই মনে হয়েছিল, বিরাট বড় উদ্যোগ নিতে চলেছে এই সংস্থা। তাই ঠিক করে ফেলি এখানে যোগ দেব। এই সংস্থা স্পোর্টসওয়্যারের জগতে সাড়া ফেলে দেবে বলেই আমার বিশ্বাস। প্রসঙ্গত, এর আগে বিশ্ববিখ্যাত স্পোর্টসওয়্যার প্রস্তুতকারক সংস্থা পুমার সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন বিরাট। কিন্তু বছরের শুরুতেই সেই সম্পর্ক ছিন্ন করেন। নতুন করে চুক্তির জন্য পুমার তরফে ৩০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হলেও, তা ফিরিয়ে দিয়েছিলেন। মজার কথা, ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পুমার প্রাক্তন ম্যানজিং ডিরেক্টর অভিষেক গঙ্গোপাধ্যায় শুরু করেছেন অ্যাজিলিটাস স্পোর্টস স্টার্টআপ। এবার এক বঙ্গসন্তানের উপরেই ভরসা রাখলেন বিরাট।

আরও পড়ুন-বাগানের প্র্যাকটিসে যোগ দিলেন দিমিত্রি

Latest article