আন্তর্জাতিক

মানুষ এলাকাছাড়া, বেড়ালদের দখলেই চলে গিয়েছে জাপানের এই দ্বীপ

টোকিও: যেখানেই চোখ যায় শুধু বেড়ালের ছড়াছড়ি। গোটা দ্বীপটাই কার্যত মার্জার বাহিনীর দখলে। বেড়ালের এই রামরাজত্বের দেখা মিলবে জাপানের তাশিরোজিমায়।

জাপানের একটি ছোট্ট দ্বীপ এই তাশিরোজিমা। আয়তন দেড় বর্গকিলোমিটার। দ্বীপটি এখন ‘দ্য কিংডম অফ ক্যাটস’। এখানে মানুষ থাকেন মেরেকেটে ১০০ জন। আর বেড়ালের সংখ্যা প্রায় ৬০০। বিশ্বাস করতে না পারলেও এটাই বাস্তব। ওখানে গেলে যেদিকেই তাকাবেন বিভিন্ন ধরনের বেড়াল দেখতে পাবেন। রাস্তাঘাট, বাজার দোকান, শ’খানেক মানুষের বাড়ির ছাদ- ঘর সর্বত্র ওদের রাজ চলে। এই দ্বীপের নামই হয়ে গিয়েছে ‘বেড়াল দ্বীপ’। শুধু নানা কিসিমের বেড়াল দেখতেই পর্যটকরা ঘুরতে আসেন এখানে।

আরও পড়ুন- কৃষক মহাপঞ্চায়েতে উত্তাল মুজফ্ফরনগর, ২৭ শে ভারত বন্‌ধ

কিন্তু কীভাবে গড়ে উঠল এমন বেড়াল সাম্রাজ্য? এখানকার মানুষ নিজেরাই দায়িত্ব নিয়ে এই কাণ্ড করেছেন। প্রায় ৭৫ থেকে ৭৭ বছর পিছনে ফেরা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছে। সেই সময়ে তাশিরোজিমায় প্রায় তিন হাজার মানুষের বাস। এরা মূলত মৎস্যজীবী। দ্বীপটি প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চল। জলরাশিতে ঘেরা সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঝে এক স্থলভূমি। মাছ শিকার করে মানুষ জীবিকা চালাতেন। পাশাপাশি শুককীট চাষের প্রচলন ছিল। যা থেকে তৈরি হত রেশমের পোষাক। সবই বেশ সুন্দর চলছিল। বাদ সাধল ইঁদুরের দল। হঠাৎ করেই এখানে শুরু হয় ইঁদুরের উপদ্রব। তারা শুককীটের ব্যাপক ক্ষতি করতে শুরু করে। রেশমের উৎপাদন ব্যাহত হয়। শুধু এতেই থামেনি ইঁদুরের দল। মৎস্যজীবীদের মাছ ধরার জালও কেটে দিতে শুরু করে তারা।

আরও পড়ুন- বাংলার হরিস্বামী-সহ ৪৪ শিক্ষক পুরস্কৃত

মূষিক তাড়াতে তখন স্থানীয় বাসিন্দারা এক অভিনব পথ নেন। তারা কিছু বেড়াল নিয়ে এসে ছেড়ে দেন দ্বীপে। দারুন ফল পাওয়া যায়। ইঁদুরের উৎপাত বন্ধ হয়। কিন্তু কিছুদিন পরে ‘গল্প’ অন্যদিকে মোড় নেয়। বেড়ালের সংখ্যা হু হু করে বৃদ্ধি পেতে শুরু করে। বেড়ালরা রেশম চাষের কোনও ক্ষতি করেনি ঠিকই, কিন্তু ক্ষতি হয় মৎস্যজীবীদের। দ্বীপটিতে মৎস্যজীবীরা যে মাছ ধরে আনতেন তা মনের আনন্দে সাবাড় করে দিতে শুরু করে বেড়ালের দল। নাজেহাল হয়ে দ্বীপের বাসিন্দারা অন্য জায়গায় চলে যেতে শুরু করেন। থেকে যান বয়স্ক মানুষরা। তাঁদের নিঃসঙ্গ জীবনের সঙ্গ হয়ে ওঠে বেড়ালের দল। সময় গড়িয়ে অবস্থা যা দাঁড়িয়েছে তাতে বেড়ালরাই এখন দ্বীপের মূল বাসিন্দা।

আরও পড়ুন- নিপা ভাইরাসে মৃত্যু কেরলে

প্রসঙ্গত, জাপানিদের কাছে বেড়াল সৌভাগ্যের প্রতীক। ২০১১ সালে এই অঞ্চলে সুনামি হলেও সৌভাগ্যের প্রতীক বেড়াল দ্বীপে কিচ্ছুটি হয়নি। এই দ্বীপে বেড়াল রক্ষা করতে কুকুরের প্রবেশে নিষেধাজ্ঞা করেছে জাপান সরকার। তাশিরোজিমা সেদেশে এখন বেড়াল পর্যটনের কেন্দ্র হয়ে উঠেছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago