প্রতিবেদন: ওয়াকফ আইনের বৈধতা প্রমাণ করতে গিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে হোঁচট খেতে শুরু করেছে মোদি সরকার৷ শীর্ষ আদালত আইনের দুটি ধারার প্রয়োগের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে৷ এই আবহেই শুক্রবার ওয়াকফ আইনকে হাতিয়ার করে মোদি সরকারকে তীব্র নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷
আরও পড়ুন-বিবস্ত্র করে গরুর গাড়িতে বেঁধে ঘোরানো হল ধর্ষণে অভিযুক্তকে
তাঁর কথায়, ওয়াকফ আইন সমতা লঙ্ঘন করছে, ব্যক্তিগত স্বায়ত্তশাসনও লঙ্ঘিত হচ্ছে৷ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘনকারী এই আইন৷ যে মহান ধারার উপরে আমাদের দেশ দাঁড়িয়ে আছে সেই ধারাকে লঙ্ঘন করে এই আইন৷ ওয়াকফ আইন হল একটি আয়না৷ এর মাধ্যমে আমরা যা দেখছি, তাতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সব ধর্মের প্রতিনিধিদের মৌলিক অধিকার বিপন্ন হচ্ছে৷ ডেরেকের সংযোজন, সংবিধানের সপ্তম তফসিল অনুযায়ী জমি রাজ্যের অন্তর্ভুক্ত বিষয়৷ আগামিকাল কি তাহলে কেন্দ্রীয় সরকার হিন্দু মন্দিরগুলির বোর্ড দখল করে নেবে? নাকি তারা গির্জা পরিচালিত জমি দখল করবে? এটাকে সংস্কার বলে না৷ এই ধরনের বাড়াবাড়ি আসলে ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপরে প্রত্যক্ষ আঘাত৷ এটা জমি বা আইনের প্রশ্ন নয়৷ এটা মর্যাদার প্রশ্ন৷