প্রতিবেদন : একটা ছবি। তাই হৃদয় ছুঁয়ে গেল উপস্থিত সবার। ছবিটা তপন দামের। মাত্র ক’দিন আগে যিনি প্রয়াত হয়েছেন। মঙ্গলবার বিকেলে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে ছিল তাঁর স্মরণ সভা। একে একে সবার মুখে উঠে এল তপনের হাসিভরা মুখের কথা। যা কখনও মলিন হয়নি। উপস্থিত ছিলেন ক্রীড়া সাংবাদিকরা। এদের অনেকের সঙ্গে তিনি কাজ করেছেন।
আরও পড়ুন-সায়নের দাপটে শীর্ষে ইস্টবেঙ্গল
ছিলেন তপনের পরিবারের সদস্যরা। স্ত্রী রীনা দামের মুখে উঠে এল শেষের কটা দিন। পড়ে গিয়ে কোমরে অস্ত্রোপচার হয়েছিল। তারপর একটু সুস্থ হয়ে সাহায্য নিয়ে হাঁটা শুরু করেছিলেন। অত:পর এক সকালে অতর্কিতে ব্রেন স্ট্রোক। তাতেই সব শেষ। পরিবার আর কর্মস্থলের বাইরে তপনের সবকিছু ছিল ক্রীড়া সাংবাদিক ক্লাব। বিভিন্ন পদ সামলেছেন। মাঠ ঘুরে খবর করতেন। ভালবাসার জায়গা ছিল ছোট মাঠ। ভলিবল, বাস্কেটবল, হকি, সাঁতার, টিটি-সহ বিভিন্ন খেলা। ছোট মাঠের খবর করে অনাবিল আনন্দ পেতেন। সেসবই উঠে এল বক্তাদের কথায়।