ইদের পাশাপাশি আজ মঙ্গলবারর পালিত হচ্ছে ‘অক্ষয় তৃতীয়া’। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই বিশেষ দিন। এদিন সকলের বাড়িতে বিশেষ পুজো হয়। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। জানা যায় এই বিশেষ তিথিতে বিবাহ, গৃহপ্রবেশ, শিল্পের মতো সমস্ত শুভ কাজ শুরু করা অত্যন্ত শুভ। জ্যোতিষশাস্ত্রের মতে, অক্ষয় তৃতীয়া উপলক্ষে সূর্য ও চন্দ্র তাদের উচ্চ রাশিতে থাকে। পাশাপাশি পুরীতে জগন্নাথ মন্দিরেও বিশেষ ঘটনা ঘটে এই দিন যা অনেকেরই অজানা।।
‘অক্ষয় তৃতীয়া’-এর দিনে সিদ্ধিদাতা গণেশ ও দেবী লক্ষ্মীর পুজোর বিধি। এদিনও বেশ কিছু দোকানে হালখাতা হয়। বাড়িতে এই দিনে বিশেষ পুজো হয়। এই বিশেষ দিনে খুলে যায় চারধাম যাত্রার পথও।
‘অক্ষয় তৃতীয়া’-তে পুরীধামে জগন্নাথদেবের ২১ দিনব্যাপী চন্দনযাত্রার শুরু হয়। এদিন জগন্ননাথদেবের জন্য রথ নির্মান শুরু হয়। এই নির্মান শেষ হয় আষাঢ়ের শুক্লা দ্বিতীয়ার আগে। এদিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য তিনটি আজ্ঞা মালাবহন করে আনেন তিন জন পান্ডা। এর পর ‘রথনির্মাণ শুরু হোক’- মালার মাধ্যমে জগন্নাথদেবের এই নির্দেশ পৌঁছয়। তারপর থেকেই শুরু হয় রথ নির্মাণের পবিত্র কাজ।
আরও পড়ুন-কলকাতার রেড রোডে ঈদ উদযাপনে অংশ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়
এছাড়া আজকের দিনেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে প্রচুর ঐশ্বর্য প্রদান করেন। এদিনই কুবেরের লক্ষী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষীর পূজা করা হয়। এই বিশেষ দিনে সত্য যুগ শেষ হয় এবং ত্রেতাযুগ শুরু হয়।