নয়াদিল্লি, ২১ মার্চ : লক্ষ্য সেনকে নিয়ে দেশজুড়ে উচ্ছ্বাসের মধ্যে তাঁর গুরু প্রকাশ পাড়ুকোন (Padukone) মনে করিয়ে দিলেন, এই সাফল্য একদিনে আসেনি। গত কয়েকমাসে লক্ষ্য ধারাবাহিকভাবে ভাল খেলেছেন। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের রুপো তারই ফসল।
আলমোড়ার ছেলে লক্ষ্যকে প্রকাশ প্রথম দেখেন দশ বছর বয়সে। বেঙ্গালুরুতে নিজের অ্যাকাডেমিতে ভর্তি করে নেন তাঁকে। বাকিটা ইতিহাস। ১৯৮০-তে প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জেতা প্রকাশ বলেছেন, গত ছ’মাস ধরে লক্ষ্য দুর্দান্ত খেলছিলেন। তাঁর কথায়, ‘‘ইউরোপিয়ান সার্কিটের সাম্প্রতিক সব টুর্নামেন্টে লক্ষ্য খুব ভাল খেলেছে। বিশ্বের প্রথম পাঁচে থাকা খেলোয়াড়দের নিয়মিত হারিয়েছে। এতেই পরিষ্কার হয়ে যায় যে, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ওর ব্রোঞ্জ জেতা নিছকই একদিনের ঘটনা নয়। আন্তর্জাতিক সার্কিট পুনরায় চালু হওয়ার পর ধারাবাহিকভাবে ভাল খেলা প্লেয়ারদের মধ্যে লক্ষ্য একজন।”
ছাত্রের প্রচুর প্রশংসার মধ্যেও আলাদা করে তাঁর মানসিক কাঠিন্যের কথা বলেছেন প্রকাশ। তিনি বলেন, এইজন্যই প্রথম সারির প্লেয়ারদের সঙ্গে খেলার সময় চাপে ভোগেন না লক্ষ্য। তবে নিজের অভিজ্ঞতা দিয়ে কিংবদন্তি ব্যাডমিন্টন তারকা এটা বুঝেছেন, উপরে উঠে আসা যায়, কিন্তু টিকে থাকা খুব কঠিন। লক্ষ্যর সামনে তাই কঠিন চ্যালেঞ্জ। তবে (Padukone) ছাত্রের উপর ভরসা আছে প্রকাশের। তিনি বলেছেন, ‘‘আগামী কয়েক বছর পদকের দাবিদার হিসাবে লক্ষ্যর নাম শোনা যাবে।”
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…