প্রতিবেদন : বাংলা ভাষা (Bengali Language) ও বাঙালিদের সম্মান রক্ষায় গর্জে উঠেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে দিল্লি আছড়ে পড়ছে প্রতিবাদের ঝড়। এই আবহে এবার বাংলা গানের (Bengali Language ) মধ্যে দিয়ে এই ভাষাসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাল তৃণমূলের আইটি সেল ও সোশ্যাল মিডিয়া শাখা। অভিযান ভট্টাচার্যের লেখা গানে সুর দিয়েছেন সৌম্যজিৎ পাল। গানটি তিনিই গেয়েছেন। সত্যিই এ-গানের লাইনটি দিকনির্দেশ
করে এই বাংলায় বিজেপির ভবিষ্যৎকে। শুক্রবার এই গানটি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে
নিয়েছেন দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য।
‘এত অপমান সইবে না মাটি এখানেই তুমি শেষ’
পুরো গানটি
আমি বাংলায় গান গাই
আমি বাংলাতে গাইব
আমার ভাষার দাবি আমার ভাষাতেই চাইব
বাঙালিকে তুমি বিদেশি বানাতে চেয়ে করেছ ভুল
তোমায় ছিন্নভিন্ন করবে বাংলার তৃণমূল
এনআরসি আর ডিটেনশন ক্যাম্পে পোরার ভয়
যতই দেখাও বাঙালি
ওতে আমার পাত্র নয়
ধমনিতে বয় মাতঙ্গিনী সুভাষ সূর্য সেন
মুক্তিসূর্য মমতা দিদি তোমাদের রুখবেন
জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয়
জয় মমতা জয় মমতা জয় মমতার জয়
বর্গি ব্রিটিশ তাড়ানো বাঙালি তোমায় করে না ভয়
ব্রিটিশের বুট চেটেচুটে সেজেছ দেশপ্রেমিক তুমি
বাঙালির খুনে তাজা আছে আছো আমার জন্মভূমি
সেই বাঙালির শিকড় ছিঁড়ে জানতে চাইছ দেশ
এত অপমান সইবে না মাটি এখানেই তুমি শেষ।
আরও পড়ুন: মনরেগা তালিকা থেকে বাদ বাংলা!