এবার রাজস্থানে কাজের চাপে মৃত্যু বিএলওর

Must read

জয়পুর: অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে এবারে এক বিএলওর মৃত্যু হল বিজেপি শাসিত রাজস্থানে। বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হরিরাম ওরফে হরিওম বৈরওয়া নামে ৩৪ বছর বয়সের বুথ লেভেল অফিসারের (BLO_Rajasthan)। এই অকালমৃত্যুর জন্য মাত্রারিক্ত কাজের চাপকেই দায়ী করেছেন তাঁর পরিবার। ঘটনাটি ঘটেছে রাজস্থানের সোয়াই মাধোপুর জেলায়। সেবতি খুর্দ সরকারি স্কুলের শিক্ষক ছিলেন তিনি। পরিবারের অভিযোগ, এস আই আরের কাজের মাত্রাছাড়া বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছিল তাঁর উপরে। নাওয়া-খাওয়ার সময়ও পাচ্ছিলেন না তিনি। কাজের চাপে বাড়িতে খুব একটা কথাবার্তাও বলছিলেন না হরিরাম। গভীর রাত পর্যন্ত জেগে কাজ করতে হচ্ছিল তাঁকে। আবার বেরিয়ে পড়তে হচ্ছিল অনেক ভোরে। পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে স্থানীয় তহসিলদার ফোন করেন তাঁকে। সেই ফোন পাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন হরিরাম। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাঁকে। বাড়ির লোকেরা জানান, গত ৬ দিন ধরে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছিল তাঁকে। হরিরামের বাবা ব্রিজমোহন বললেন, তহসিলদার ফোন করে কী বলেছিল ছেলেকে জানিনা। তবে তারপরেই হার্ট অ্যাটাক করে ছেলের। ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন তাঁর বাবা। ক্ষোভ উগরে দিয়েছেন কমিশনের বিরুদ্ধে।

আরও পড়ুন-এসআইআর নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে ভয়, তাই আলোচনায় অনীহা?

Latest article