প্রায় ২১ দিন ধরে ওড়িশার সিমলিপাল থেকে ঝাড়খণ্ড (Jharkhand) হয়ে বাংলায় এসেছিল বাঘিনী জিনাত। তার পিছু নিয়েই পুরুলিয়ার সীমানায় চলে এসেছে আরও একটি রয়্যাল বেঙ্গল টাইগার। ঝাড়খণ্ড বনবিভাগ তরফে খবর শুক্রবার বাঘের ছাপ দেখা গিয়েছে পুরুলিয়া লাগোয়া ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসোওয়া বনবিভাগের চান্ডিল রেঞ্জ ও খুঁটি বনবিভাগের তামাড় রেঞ্জ সীমানায় প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে বেশ কিছু ‘পায়ের ছাপ’ দেখা গিয়েছে। প্রাথমিক ভাবে লেপার্ড বা চিতাবাঘের তত্ত্ব মনে হলেও পরে দেখা যায় পায়ের ছাপ ১০ সেন্টিমিটারের বেশি। বনবিভাগের তরফে নিশ্চিত করা হয়েছে, এই পায়ের ছাপ রয়্যাল বেঙ্গল টাইগারের। একদিনে ওই বাঘ প্রায় ১২ থেকে ১৫ কিমি হাঁটছে।
আরও পড়ুন-রেসকোর্স থেকে উদ্ধার যুবকের দেহ
ইতিমধ্যেই সরাইকেলা-খরসোওয়ার চান্ডিল বনাঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া বনবিভাগের ডিএফও বলরামপুর, মাঠা, বাঘমুন্ডি বনাঞ্চলে গিয়ে সেখানকার রেঞ্জ আধিকারিক ও বনকর্মীদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন । এছাড়া ডিএফও কোটশিলা ও ঝালদা রেঞ্জ আধিকারিকদের সঙ্গেও ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন। বনকর্মীদের শিফট মেনেই ২৪ ঘণ্টার ডিউটি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। বাঘটি পালামৌ থেকে এসে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-যোগীরাজ্যে ফের অনার কিলিং, দিদিকে খুন করে মাটিতে পুঁতল ভাই
প্রসঙ্গত, ২১ দিনে তিন রাজ্য ঘুরে জিনাত বনকর্মীদের হাতে আসে। বাঁকুড়ায় ধরা পড়েছিল এই বাঘিনী। এরপর তাকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়েছিল। এখন সিমলিপালে নিজের বাড়িতে ফিরে গিয়েছে জিনাত। মহারাষ্ট্রের তাডোবা থেকে সিমলিপালে আনা হয়েছিল জিনাতকে। ২৩ নভেম্বর সিমিলিপাল টাইগার রিজার্ভের কোর এরিয়ায় জিনাতকে ছেড়ে দেওয়া হয়। তারপর বাঘিনীটি ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছিল।