প্রতিবেদন : গতবার ব্রাত্য রাখার পর এবার দিল্লির সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে স্থান পাচ্ছে এরাজ্যের ট্যাবলো। গতবার দিল্লির সাধারণতন্ত্র দিবসে কন্যাশ্রী প্রকল্প বিষয় ভাবনার ওপর রাজ্য সরকারের প্রস্তাবিত ট্যাবলো কেন্দ্র বাতিল করে দিয়েছিল। কিন্তু এবছর লোকশিল্পীদের নিয়ে রাজ্য সরকারের ট্যাবলোকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রাজ্যের লোকপ্রসার প্রকল্পকে সামনে রেখে রাজ্যের ট্যবলোর পরিকল্পনা করা হয়েছে। জঙ্গলমহলের প্রেক্ষাপট ও টেরাকোটা মন্দিরের পশ্চাদপটে ট্যাবলোটিকে সাজিয়ে তোলা হচ্ছে। ছৌ এবং বাউল শিল্পীরা রাজ্যের তরফে কুচকাওয়াজে অংশ নেবেন।
আরও পড়ুন-বাংলার বাড়ি : দুর্নীতি রোধে ৪ দফা নির্দেশিকা
পারফরম্যান্সের নিরিখেই বাংলার মডেলকে সম্মতি দিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে ট্যাবলোর গাড়িতে থাকবে একাধিক মডেল। আর কর্তব্যপথে লোকশিল্প প্রদর্শন। হবে বাউল গান ও ছৌনৃত্য। রাজ্যের এই বিষয় ভাবনা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের সংশ্লিষ্ট নির্বাচক কমিটির চিঠি নবান্নে পৌঁছেছে। সেই সঙ্গে রাজ্যের তরফে প্রস্তুতিও শুরু হয়েছে জোরকদমে। রাজ্যের ঐতিহ্যপূর্ণ লোকশিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে লোকশিল্পীদের স্বীকৃতি এবং আর্থিক সহায়তা দিতে রাজ্য সরকার লোকপ্রসার প্রকল্প হাতে নিয়েছে। এখনও পর্যন্ত রাজ্যের ১ লক্ষ ৮১ হাজার লোকশিল্পী এই প্রকল্পের অধীনে এসেছেন। তাঁরা নিয়মিত ভাতাও পাচ্ছেন।