এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আরও এক বিএলও (SIR_BLO)। পেশায় শিক্ষিকা ওই বিএলও’র নাম তনুশ্রী সিনহা। তিনি হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্র এলাকার ২৪৩ নম্বর পার্টের বিএলও হিসেবে কাজ করছেন। ডোমজুড় বন্দর বাগপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তিনি। শনিবার স্কুলের মধ্যেই তিনি আচমকাই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যান। তাঁর সহকর্মীরা দ্রুত তাঁকে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন।
বিএলও-র (SIR_BLO) অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে যান স্থানীয় বিধায়ক সীতানাথ ঘোষ। তনুশ্রী সিনহার সঙ্গে দেখা করে তাঁর পাশে থেকে সবরকমের সাহায্যের আশ্বাস দেন। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের কাছে খোঁজখবর নেন তিনি। ডোমজুড়ের ব্লক মেডিকেল হেলথ অফিসার ডা: ঋদ্ধি চক্রবর্তীর সঙ্গেও কথা বলেন বিধায়ক। তাঁর পরিবারের লোকজনদের সঙ্গেও কথা বলেন তিনি। সীতানাথ ঘোষ বলেন, ‘নির্বাচন কমিশন অপরিকল্পিতভাবে এসআইআর কার্যকর করতে যাওয়াতেই এমনটা ঘটছে। এসআইআরের কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন। এই ব্যাপারে নির্বাচন কমিশন কোনও ব্যবস্থাই নিচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা অসুস্থ বিএলও তনুশ্রী সিনহার পাশে সবসময় আছি।’
ডোমজুড়ের বিএমওএইচ ডাঃ ঋদ্ধি চক্রবর্তী জানান, ‘ওই বিএলও’কে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর ইসিজি হয়েছে। স্যালাইন চলছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। বেশকিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে।’
আরও পড়ুন-সোনালির সন্তানের নামকরণের আবেদন মুখ্যমন্ত্রীর কাছে
অসুস্থ বিএলও তনুশ্রী সিনহা বলেন, ‘নির্বাচন কমিশন নিত্যদিন নতুন নতুন নির্দেশ জারি করছেন। অল্প সময়ের মধ্যে যা কার্যকর করতে নাজেহাল হতে হচ্ছে। এই বিষয়ে আমাদের প্রশিক্ষণও ঠিকঠাক হয়নি। এর ওপর স্কুল আছে। পাশাপাশি আমার ৪ বছরের একটি সন্তান আছে। এত কিছুর মধ্যে এসআইআরের কাজ করতে গিয়ে মানসিকভাবে ভীষণই চাপে থাকতে হয়েছিল। তার ফলেই মাথা ঘুরে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ি।’ এই ঘটনায় উদ্বিগ্ন ওই বিএলওর পরিবারের লোকজনেরাও।

