বঙ্গ

এবার SIR-এর কাজের চাপে জগৎবল্লভপুরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএলও

এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আরও এক বিএলও (SIR_BLO)। পেশায় শিক্ষিকা ওই বিএলও’র নাম তনুশ্রী সিনহা। তিনি হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্র এলাকার ২৪৩ নম্বর পার্টের বিএলও হিসেবে কাজ করছেন। ডোমজুড় বন্দর বাগপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তিনি। শনিবার স্কুলের মধ্যেই তিনি আচমকাই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যান। তাঁর সহকর্মীরা দ্রুত তাঁকে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন।

বিএলও-র (SIR_BLO) অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে যান স্থানীয় বিধায়ক সীতানাথ ঘোষ। তনুশ্রী সিনহার সঙ্গে দেখা করে তাঁর পাশে থেকে সবরকমের সাহায্যের আশ্বাস দেন। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের কাছে খোঁজখবর নেন তিনি। ডোমজুড়ের ব্লক মেডিকেল হেলথ অফিসার ডা: ঋদ্ধি চক্রবর্তীর সঙ্গেও কথা বলেন বিধায়ক। তাঁর পরিবারের লোকজনদের সঙ্গেও কথা বলেন তিনি। সীতানাথ ঘোষ বলেন, ‘নির্বাচন কমিশন অপরিকল্পিতভাবে এসআইআর কার্যকর করতে যাওয়াতেই এমনটা ঘটছে। এসআইআরের কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন। এই ব্যাপারে নির্বাচন কমিশন কোনও ব্যবস্থাই নিচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা অসুস্থ বিএলও তনুশ্রী সিনহার পাশে সবসময় আছি।’
ডোমজুড়ের বিএমওএইচ ডাঃ ঋদ্ধি চক্রবর্তী জানান, ‘ওই বিএলও’কে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর ইসিজি হয়েছে। স্যালাইন চলছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। বেশকিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে।’

আরও পড়ুন-সোনালির সন্তানের নামকরণের আবেদন মুখ্যমন্ত্রীর কাছে

অসুস্থ বিএলও তনুশ্রী সিনহা বলেন, ‘নির্বাচন কমিশন নিত্যদিন নতুন নতুন নির্দেশ জারি করছেন। অল্প সময়ের মধ্যে যা কার্যকর করতে নাজেহাল হতে হচ্ছে। এই বিষয়ে আমাদের প্রশিক্ষণও ঠিকঠাক হয়নি। এর ওপর স্কুল আছে। পাশাপাশি আমার ৪ বছরের একটি সন্তান আছে। এত কিছুর মধ্যে এসআইআরের কাজ করতে গিয়ে মানসিকভাবে ভীষণই চাপে থাকতে হয়েছিল। তার ফলেই মাথা ঘুরে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ি।’ এই ঘটনায় উদ্বিগ্ন ওই বিএলওর পরিবারের লোকজনেরাও।

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

9 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

9 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

10 hours ago