ফিল্মের শুটিং হোক বা পর্যটকদের জয়রাইডস- দার্জিলিঙের টয়ট্রেনের জুড়ি মেলা ভার। এবার এই টয়ট্রেন দাপিয়ে বেড়াবে দুনিয়ার সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলের স্ক্রিনেও। গুগলের সৌজন্য বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে দার্জিলিং হিমালয়ান রেলের ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া এই ট্রেন।
উত্তর পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং হিমালয়ান রেলের (ডিএইচআর) আওতায় রয়েছে টয় ট্রেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানান, বুধবার গুগলের তরফে শুটিংয়ের অনুমতিপত্র সংগ্রহ করা হয়। শীঘ্রই শুটিং শুরু করতে গুগলের টিম দার্জিলিঙে পৌঁছে গিয়েছে বলে রেল সূত্রের খবর।
আরও পড়ুন-সফলভাবে মহাকাশ ছুঁয়ে ফিরে এলেন ভারতীয় বংশোদ্ভূত সিরিষা, কেমন ছিল সফর
রেলের পক্ষ থেকে কিছুদিন আগে টয় ট্রেনে শুটিং করার জন্য অনলাইনে অনুমতি দেওয়ার কথা ঘোষণা হয়। তার পরেই গুগলের তরফে আবেদন জমা পড়ে। সূত্র অনুযায়ী, গুগল তাদের বিজ্ঞাপনে সারা দুনিয়ায় ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়া সব কিছুকেই ধরতে চাইছে। সেই মতো ডিএইচআরের উপরেও শুটিং করতে আগ্রহী জানিয়ে গুগল আবেদন করে। গুগলের আবেদনে সুকনা থেকে কার্শিয়াং অবধি শুটিং করার কথা বলা হয়েছিল। কিন্তু, তিনধারিয়া এলাকায় সম্প্রতি ধস নামায় তা ভীষণ ঝুঁকিবহুল হয়ে গিয়েছে। তাই কার্শিয়াং থেকে দার্জিলিং অবধি গুগলকে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়। সেই প্রস্তাবে গুগল রাজি হয়।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…