এবার দেগঙ্গায় বিনা চিকিৎসায় মৃত্যু

Must read

প্রতিবেদন : ফের বিনা চিকিৎসায় মৃত্যু! গাড়ি দুর্ঘটনায় জখম ৩৮ বছরের শফিকুল ইসলামকে একাধিক সরকারি হাসপাতাল ভর্তি না নেওয়ায় বেঘোরে মরতে হল। বাড়ি ফেরার সময় বাইক ও লরিতে মুখোমুখি সংঘর্ষ হয়ে গুরুতর জখম হন শফিকুল। মঙ্গলবার তাঁকে গুরুতর অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় কলকাতা মেডিক্যাল কলেজে। সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর জানিয়ে দেওয়া হয়, এখন আরজি করের ঘটনা নিয়ে ডাক্তারদের আন্দোলন চলছে তাই কোনও চিকিৎসা হবে না। সেখান থেকে তাঁরা যান এসএসকেএম হাসপাতালে। কিন্তু সেখানেও দু-ঘণ্টা ঘোরার পরেও কোনও চিকিত্সা পাননি ওই মুমূর্ষু যুবক। এরপর তাঁকে বারাসতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন বুধবার দুপুর তিনটে নাগাদ শফিকুল ইসলাম মারা যান। বাড়ির লোকের অভিযোগ, বিনা চিকিৎসায় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘোরার ফলে তাঁদের ছেলে মারা গিয়েছেন। যদি সঠিক চিকিৎসা তাঁরা করাতে পারতেন তাহলে হয়তো এভাবে তাঁদের ছেলেকে হারাতে হত না। এরপর বাড়ির লোক প্রশ্ন তুলছেন, আরজি করের ঘটনা নিয়ে যখন উত্তাল দেশ তখন আমাদের মতো সাধারণ মানুষদের বাড়ির লোকেরা বিনাচিকিৎসায় মারা যাচ্ছে, এ মেনে নেওয়া যায় না। পাশাপাশি তাঁদের আরও অভিযোগ, ডাক্তাররা আন্দোলন করছেন ঠিকই, আমাদেরও মত আছে তাঁদের আন্দোলনের সাথে কিন্তু আমাদের মতন গরিব লোকেরা কোথায় যাবে!

আরও পড়ুন- কোলাঘাটে কৃষি সমবায় ভোটে ধরাশায়ী বিজেপি, জয়ী তৃণমূল

Latest article