স্পেনের হুমকির মুখে এবার জকোভিচ

কিন্তু স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘যে কোনও ক্রীড়াবিদ বাইরে থেকে আমাদের দেশে খেলতে আসতেই পারেন।

Must read

মাদ্রিদ, ১৮ জানুয়ারি : খারাপ সময় যেন কাটতেই চাইছে না নোভাক জকোভিচের। করোনার টিকা না নেওয়ার কারণে অস্ট্রেলিয়ার আদালত তাঁকে দেশে ফিরিয়ে দিয়েছে। ফলে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি। শুধু তাই নয়, ফ্রান্সের সরকারও আগাম জানিয়ে দিয়েছে, কোভিডের প্রতিষেধক না নিলে ফরাসি ওপেনেও জকোভিচকে কোর্টে নামার অনুমতি দেওয়া হবে না।

আরও পড়ুন-বিরাটের দিকেই তির, নেতৃত্ব কারও জন্মগত অধিকার নয় : গম্ভীর

এবার স্প্যানিশ প্রধানমন্ত্রীও সাফ জানিয়ে দিলেন, করোনার টিকা না নিলে স্পেনে ঢুকতে দেওয়া হবে না বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে! সব মিলিয়ে রীতিমতো চাপে জকোভিচ।
প্রসঙ্গত, স্পেনের মারবেল্লাতে একটি সুদৃশ্য ভিলা রয়েছে জকোভিচের। প্রায়ই তিনি সেখানে ছুটি কাটাতে যান। এমনকী বিভিন্ন টুর্নামেন্ট খেলার আগে সেখানে গিয়ে প্রস্তুতিও নেন। গত বছরের ডিসেম্বরেও সেখানে গিয়েছিলেন জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিও নিয়েছিলেন।

আরও পড়ুন-জেতার বিশ্বাসটাই তৈরি করে দিয়েছিল বিরাট : রাহুল

কিন্তু স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘যে কোনও ক্রীড়াবিদ বাইরে থেকে আমাদের দেশে খেলতে আসতেই পারেন। কিন্তু সেক্ষত্রে তাঁকে স্প্যানিশ কোভিড বিধি মানতেই হবে। সে তিনি যেই হন না কেন।” স্প্যানিশ প্রধানমন্ত্রীর এই বিবৃতির পর, জকোভিচের স্পেনের মাটিতে পা রাখা কঠিন। কারণ স্প্যানিশ কোভিড বিধি অনুযায়ী সে দেশে প্রবেশ করতে হলে টিকাকরণের শংসাপত্র, আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট বা কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার ডাক্তারি রিপোর্ট দেখাতেই হবে। উল্লেখ্য, স্পেনে বাধ্যতামূলক না হলেও ইউরোপের দেশগুলোর মধ্যে টিকাকরণে প্রথম সারিতে রয়েছে স্পেন।

Latest article