অফিস টাইম শুরু হতে না হতেই মেট্রো (Kolkata Metro) দুর্ভোগের চেনা ছবি। এবার আগুন আতঙ্কে ব্যাহত পরিষেবা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ আচমকাই দমদমমুখী একটি মেট্রোর নীচের অংশ থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে দিয়ে মেট্রো রেক খালি করে দেওয়া হয়। সেন্ট্রাল স্টেশনের পর থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয় পরিষেবা। সংশ্লিষ্ট রেকটিকে কারশেডে পাঠানোর বন্দোবস্ত শুরু হয়। বড় কোনও দুর্ঘটনা না ঘটলেও সাতসকালে হয়রানির শিকার যাত্রীরা। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে তাঁদের প্রশ্ন কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবার নামে কি ছেলেখেলা চলছে?
আরও পড়ুন-নিবার্চন কমিশনের কীর্তি, এবার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে ট্রাক্টরের নাম
সংস্কারের অভাবে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারের ফাটল, বড় দুর্ঘটনার আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে প্রান্তিক এই স্টেশন। এই খবর আসার ৪৮ ঘণ্টার মধ্যে এবার মেট্রোয় আগুনের ফুলকি! যাত্রীরা বলছেন, কখনও সময়মতো পরিষেবা মেলে না, কখনও আবার মেট্রোর রেকে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। একটু বৃষ্টি হলেই বিভিন্ন মেট্রো স্টেশনে জল জমার ছবি দেখেই বোঝা যায় পরিষেবার নামে আসলে কী চলছে। কর্তৃপক্ষ কি এখনও ঘুমিয়ে আছে, প্রশ্ন ক্ষুব্ধ যাত্রীদের। বৃহস্পতির সকালে আগুন আতঙ্কের জেরে মিনিট কুড়ি মতো বন্ধ রাখা হয় পরিষেবা। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষ কোনও বিবৃতি প্রকাশ করেনি।