এবার জিএসটি ফুড ডেলিভারিতে

করোনাজনিত কারণে মানুষ যখন চরম সমস্যায় রয়েছে তখনও মোদি সরকার কোনও অবস্থাতেই আমজনতার কথা ভাবতে রাজি নয়।

Must read

করোনাজনিত কারণে মানুষ যখন চরম সমস্যায় রয়েছে তখনও মোদি সরকার কোনও অবস্থাতেই আমজনতার কথা ভাবতে রাজি নয়। নতুন বছরের শুরুতেই বিভিন্ন অনলাইন ফুড ডেলিভারি সংস্থার উপর ৫ শতাংশ হারে কর চাপাল মোদি সরকার। এর ফলে প্রতিটি ফুড ডেলিভারি সংস্থাই ক্রেতাদের কাছ থেকে বাড়তি কর আদায় করবে। স্বাভাবিকভাবেই বাড়বে খাবারের দাম।

আরও পড়ুন-কাজ শেষ, উদ্বোধনের অপেক্ষায় সংস্কৃতচর্চা কেন্দ্র

বর্তমানে খাবার সরবরাহকারী সংস্থাকে কোনও জিএসটি দিতে হয় না। কিন্তু অনলাইন ডেলিভারি সংস্থার মাধ্যমে পরিষেবা নিলে এবার তাদের ৫ শতাংশ হারে জিএসটি দিতে হবে। মোদি সরকারের লক্ষ্য হল কর আদায়ের নাম করে আমজনতার পকেট কাটা। করোনা-সংকটে একদিকে বহু মানুষ যখন কাজ হারাচ্ছেন তখন নানা ছুতোয় জিএসটি চাপাচ্ছে সরকার। অনলাইন ফুড ডেলিভারির সঙ্গে যুক্ত জোমাটো বা সুইগির মতো সংস্থাই নয়, এবার থেকে উবের, ওলার মতো ক্যাব সংস্থাকেও গ্রাহকদের কাছ থেকে ৫ শতাংশ হারে জিএসটি আদায় করতে হবে। কারণ শনিবার থেকেই টু বা থ্রি হুইলার যান বুকিংয়ের ক্ষেত্রেও জিএসটি চালু হল।

Latest article