তুহিনশুভ্র আগুয়ান, দিঘা: সৈকত শহর দিঘায় গড়ে-ওঠা জগন্নাথধাম দূরদূরান্তের হাজার হাজার ভক্তের সমাগমে পবিত্র তীর্থক্ষেত্র হয়ে উঠেছে। এবার দর্শনার্থীরা আরও সহজেই ঘুরে দেখতে পারবেন। তার জন্য রাস উৎসবের আগে দিঘায় মন্দির ট্রাস্টের তরফে চালু করা হল ট্যুর গাইড সিস্টেম। যার মাধ্যমে নতুন আসা দর্শনার্থীদের একেবারে গেট থেকে পিকআপ করে গাইডরা গোটা মন্দির ঘুরিয়ে দেখাবেন। কোথায় মা বিমলা, কোথায় বিষ্ণুদেব— ঘুরিয়ে দেখাবেন। মা বিমলার সঙ্গে জগন্নাথদেবের সম্পর্ক জানাবেন।
আরও পড়ুন-অন্তরীক্ষে প্যান্ডোরার বাক্স
সম্প্রতি দিঘা জগন্নাথধাম কর্তৃপক্ষের তরফে এই ট্যুর গাইড চালু করা হয়েছে। ১০ জন গাইড থাকছেন। দর্শনে যাওয়ার আগের দিন বুকিং করে নিতে হবে। বুকিংয়ের নম্বর ৭৩৬৩০৮৩৮৪২। জগন্নাথমন্দিরে এই প্রথম রাস উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। ৫ তারিখ এলাহি আয়োজন হবে। শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের রাসলীলা প্রত্যক্ষ করতে পারবেন দর্শনার্থীরা। সকাল থেকেই হবে অনুষ্ঠান। থাকবে কীর্তন এবং শাস্ত্রীয় নৃত্য। দুপুর নাগাদ শ্রীকৃষ্ণের অভিষেক হবে। এতে বিভিন্ন তীর্থের জল ব্যবহার করা হবে। নতুন পোশাকে সেজে উঠবেন প্রভু জগন্নাথ। গোটা মন্দির সাজিয়ে তোলা হবে ফুলের সাজে। রাতে রংবাহারি আলোয় ভরে উঠবে। রাস উৎসবের প্রসাদ পেতে হলে আগের দিন থেকে যোগাযোগ করতে হবে।

