এবার দেরাদুন, বাঙালি জওয়ানের স্ত্রী-কন্যাকে পুলিশি মার

ফের আক্রান্ত বাঙালি।

Must read

প্রতিবেদন : ফের আক্রান্ত বাঙালি। অপরাধ সেই একই— বাংলা ভাষায় কথা বলা। দেরাদুনের বাড়ি হলফ করার জন্য বাঙালি জওয়ানের স্ত্রী-কন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে প্রবল মারধর করা হল। অষ্টাদশী তরুণীর যৌনাঙ্গে বারবার আঘাতে গভীর ক্ষত তৈরি হয়েছে। গোটা ঘটনাই ঘটিয়েছে বিজেপি রাজ্যের পুলিশ।

আরও পড়ুন-দিনের কবিতা

সীমান্তরক্ষী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মী কিরণ সিংহরায়। কর্মসূত্রে থাকতেন দেরাদুনে। জি-৩ রেসকোর্স এলাকায় তাঁর বাড়ি। স্ত্রী সন্তোষ দেরাদুনেরই বাসিন্দা। পেশায় শিক্ষিকা। বাড়ি এবং জমি প্রোমোটারের হাতে তুলে দেওয়ার জন্য আতঙ্কিত হয়ে তিনি ফিরে এসেছেন সোদপুরের পৈতৃক বাড়িতে। কিরণ জানিয়েছেন, তাঁর প্রতিবেশী মনজিৎ সিংয়ের সঙ্গে বৈদ্যুতিক তার লাগানো নিয়ে গন্ডগোল বাধে। পুলিশ এসে স্ত্রী-কন্যাকে দোষী ঠাওরে বাড়ি থেকে মারতে মারতে থানায় নিয়ে যায়। প্রথমে স্ত্রীকে ফেলে মারা হয়। এরপর অষ্টাদশী কন্যার যৌনাঙ্গে পরপর আঘাত। কিরণের অভিযোগ, বাঙালি হওয়ার কারণে এবং উত্তরাখণ্ডে সম্পত্তি থাকার কারণে তাঁদের রাষ্ট্রীয় সন্ত্রাসের মুখে পড়তে হয়েছে। কিরণকন্যা অসুস্থ হয়ে শয্যাশায়ী। কিরণ মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়েছেন। ইতিমধ্যে তিনি অভিযোগ জানিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।

Latest article