যাত্রী সুবিধার্থে আরও এক নয়া পরিষেবা চালু করতে চলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro) রেলওয়ে কর্তৃপক্ষ। নর্থ-সাউথ মেট্রোর ২৪টি স্টেশনেই এবার মিলবে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা। এর জন্য বসছে নয়া প্রযুক্তির চার্জিং টাওয়ার। নোয়াপাড়া থেকে কবি সুভাষের মধ্যে যাতায়াতের সময় কোনও যাত্রীর মোবাইল ফোনে চার্জ ফুরিয়ে গেলে এই টাওয়ারে তা রিচার্জ করে নেওয়া যাবে। একটি বেসরকারি সংস্থার সহায়তায় এই ব্যবস্থা করছে মেট্রো (Kolkata Metro)। মোবাইল চার্জের জন্য থাকবে ইন বিল্ট কেবল। দেশের মধ্যে একমাত্র কলকাতা মেট্রোতেই স্মার্ট চার্জিং-এর এই পদ্ধতি চালু হচ্ছে।
আরও পড়ুন-বিধাননগরে তৃণমূল প্রার্থী সব্যসাচী, বিজেপিতে শোরগোল