এবার কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী (Bangladeshi infiltrators)। বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগ তাঁর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ মারকুইস স্ট্রিট থেকে মহম্মদ আবিউর রহমান (৩৭) নামের এক যুবককে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ।
আরও পড়ুন- বাংলার বাড়ি নিয়ে অভিযোগ জানান সরাসরি রাজ্য সরকারকে, রইল টোল ফ্রি নম্বর
প্রাথমিক ভাবে খবর, ওই যুবক (Bangladeshi infiltrators) আদতে বাংলাদেশের নড়াইল জেলার নতুনগঞ্জের বাসিন্দা। ওই যুবকের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি ভারতে ঢুকে নকল পরিচয়পত্র তৈরি করেন। তৈরি করেন ভুয়ো আধার, প্যান কার্ড এবং অন্যান্য নথি। এই সমস্ত নথি প্রতারণামূলক কাজেও তিনি ব্যবহার করতে পারেন বলে সন্দেহ পুলিশের। সেই কারণে এই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে লালবাজার।