এবার বাড়ির উঠোনে র‍য়্যাল বেঙ্গল

স্থানীয় পঞ্চায়েত প্রধান জয়দেব প্রধান ওরফে বাবলু জানান, রাত থেকেই বন দফতর ও কুইক রেসপন্স টিমের সদস্যরা এলাকায় টহল দিচ্ছে।

Must read

প্রতিবেদন : একেই বলে দুয়ারে বাঘ। শনিবার রাতে দক্ষিণরায় (Royal Bengal Tiger) সটান হাজির গৃহস্থের বাড়ির উঠোনে। শুধু বাঘের ডাকই নয়, দক্ষিণরায়ের পায়ের ছাপ ও নখের আঁচড় মিলেছে সেখানে। কুলতলির মৈপীঠ কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরীতে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। মধ্য গুড়গুড়িয়ায় জন্মেজয় গিরির বাড়ির উঠোনে হাজির হয় বাঘ মামা।

আরও পড়ুন-বাংলাদেশী যোগ, অবশেষে পুলিশের জালে সইফ আলি খানের হামলাকারী

এরপর রবিবার সকাল থেকেই বাঘ ধরতে তৎপর হয়ে ওঠে বন দফতর। জন্মেজয়ের পুত্রবধূ দেবিকা গিরি জানান, রাত ৮.২০ মিনিট নাগাদ তাঁরা আচমকাই পাশের ঘর থেকে বাসনপত্র পড়ে যাওয়ার আওয়াজে ছুটে গিয়ে দেখেন বাঘ পালিয়ে যাচ্ছে। চোখের সামনে এই দৃশ্য দেখে আত্মারাম খাঁচাছাড়া তাঁদের। খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। কুলতলি সংলগ্ন এলাকায় ১৭ বার বাঘের আগমন হল। সম্প্রতি মৈপীঠ চত্বরে একের পর এক বাঘের আগমন ঘটছে। গত রবিবারও একটি বাঘকে খাঁচাবন্দি করা হয়েছিল। তারপরেও আতঙ্ক কাটেনি এবং বাঘের হানাও থামেনি। বন দফতরের তরফে জানানো হয়েছে বাঘের খোঁজ চালানো হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান জয়দেব প্রধান ওরফে বাবলু জানান, রাত থেকেই বন দফতর ও কুইক রেসপন্স টিমের সদস্যরা এলাকায় টহল দিচ্ছে।

Latest article