মুম্বই, ২ জানুয়ারি : অস্ট্রেলিয়া ওপেনে ফের প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন সানিয়া মির্জা। তবে টেনিসের সরঞ্জাম হাতে নিয়ে নয়, ভারতীয় প্রাক্তন টেনিস তারকাকে দেখা যাবে ধারাভাষ্যকারের ভূমিকায়। গতবছর অস্ট্রেলিয়া ওপেনে হারার পরই দীর্ঘ দুই দশকের কেরিয়ারে ইতি টেনেছিলেন সানিয়া। এবার সেই টুর্নামেন্টেই ধারাভাষ্য দিতে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন-স্বামী পরিত্যক্তা বিচারাধীন কত জানতে চাইল কোর্ট
উচ্ছ্বসিত সানিয়া বলেছেন, “টেনিসের মধ্যে থেকে যেতে এই ধারাভাষ্যই আমাকে সাহায্য করবে। কারণ টেনিসই আমার জীবন।” যদিও টেলিভিশন দুনিয়ায় হায়দ্রাবাদী তনয়ার এটাই প্রথম আবির্ভাব নয়। গতবছর উইম্বলডনেও ধারাভাষ্য দিতে দেখা গিয়েছিল ছয় গ্র্যান্ড স্ল্যামের মালিককে। সানিয়ার বাবা ইমরান মির্জা বলেন, “সানিয়া ধারাভাষ্য দেওয়া উপভোগ করে। এখনও অনেকে খেলছে যাদের সঙ্গে সানিয়া খেলেছে। তাই তাদের খেলার টেকনিক সম্বন্ধে সানিয়া যথেষ্ট ওয়াকিবহাল। তাদের সঙ্গে ওর ব্যক্তিগত সম্পর্কও খুব ভাল। আর এইগুলিই ধারাভাষ্যে কাজে লাগিয়ে টেনিস অনুরাগীদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে সানিয়া।”