বাংলার মুকুটে নয়া পালক, এবার ক্ষুদ্র ও মাঝারি শিল্পে একাধিক কেন্দ্রীয় পুরস্কার

Must read

বাংলার (West Bengal) মুকুটে আরও এক নয়া পালক। কেন্দ্রীয় সরকারের কাছে আবারও সম্মানিত হতে চলেছে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম। জানা গিয়েছে, এবার বাংলার ঝুলিতে আসছে একটা নয়, তিন তিনটে পুরস্কার। এর আগে বাংলার ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প পেয়েছিল ‘স্কচ অ্যাওয়ার্ড’। ফের রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সম্মানিত হবে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রক থেকে তিনটে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে রাজ্যের ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমকে। রাজ্য পিএসইউ লিডারশিপ অ্যাওয়ার্ড, ইমার্জিং টেকনোলজি ও নেশন বিল্ডিং–এই তিনটি ক্যাটেগরিতে পুরস্কার দেওয়া হচ্ছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র এই পুরস্কার রাজ্যের হাতে তুলে দেবেন।

আরও পড়ুন: মহিলাদের ক্ষমতায়নে বাংলা বিশ্বে ১ নম্বর: মমতা বন্দ্যোপাধ্যায়

শুক্রবার WBSIDCL-এর ম্যানেজিং ডাইরেক্টর নিখিল নির্মল বলেন, পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) উদ্যোগে বাংলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন হচ্ছে। শিল্প প্রযুক্তি আরও উন্নত করা, অপারেটিং মডেল তৈরির মাধ্যমে ডিজিটাল অর্থনীতিকে আরও উন্নত পর্যায়ে পৌঁছে হবে। পাশাপাশি ভবিষ্যতে এই শিল্প সংস্থাগুলোকে অনলাইনেও অনেক সুবিধা দেওয়া সম্ভব হবে।

Latest article