এবার জেলা ভিত্তিক কমিটি পিএইচএ’র ঘোষণা সংগঠনের কার্যনির্বাহী সমিতির সভায়

স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়নের কোনও খামতি না রাখতে বাংলার প্রতিটি কোনায় পৌঁছে যাবে শাসকদলের চিকিৎসা সংগঠন।

Must read

প্রতিবেদন : এবার জেলায় জেলায় কাজ করবে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের কমিটি। স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়নের কোনও খামতি না রাখতে বাংলার প্রতিটি কোনায় পৌঁছে যাবে শাসকদলের চিকিৎসা সংগঠন। শনিবার বারাসতের রবীন্দ্রভবনে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের দ্বিতীয় কার্যনির্বাহী সমিতির সভায় পুরুলিয়া, বীরভূম, নদিয়ার আলাদা জেলা কমিটির ঘোষণা করা হল। প্রতিটি জেলায় আলাদা আলাদা কমিটি হলেও তার মাথায় থাকবেন রাজ্য কমিটির সভাপতি তথা মন্ত্রী ডাঃ শশী পাঁজা এবং সম্পাদক ডাঃ করবী বড়াল। এদিন ডাঃ শশী পাঁজা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়নের দিকে জোর দিয়েছেন। বিরোধীরা যতই নিন্দা করুন না কেন, উন্নয়ন থমকে থাকবে না।

আরও পড়ুন-গদ্দারকে চ্যালেঞ্জ ছুঁড়লেন দেবাংশু, বুকের পাটা থাকলে চন্দ্রবাবুকে মুসলিম তোষণকারী আখ্যা দিন

শনিবারের দ্বিতীয় কার্যনির্বাহী সভায় মন্ত্রী ডাঃ শশী পাঁজা ছাড়াও হাজির ছিলেন সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়, ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, ডাঃ করবী বড়াল, ডাঃ পূজা মৈত্র, ডাঃ নির্মল মাজি-সহ প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা। সংগঠনের রাজ্য কমিটির সভাপতি ডাঃ শশী পাঁজা বলেন, এই সংগঠন শুধুমাত্র রাজ্য স্তরেই সীমাবদ্ধ থাকবে না। প্রতিটি জেলা স্তরেও থাকবে। জেলাতেও কমিটি তৈরি হবে। আজ এক্সটেন্ডেড স্টেট লেভেল কমিটির জেলা ভিত্তিক কিছু নাম ঘোষণা করা হল। প্রতিটি জেলাতেও আমাদের প্রতিনিধি থাকবে। রাজ্য কমিটির সভাপতিই জেলাস্তরেও সভাপতি হিসেবেই থাকবেন। ফলে জেলার সঙ্গে রাজ্য কমিটি একটা সুন্দর বোঝাপড়ার মধ্যে দিয়ে চলবে। রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজে ‍‘ওয়েস্ট বেঙ্গল জেডিএ’ তৈরি হবে। জেলা স্তরের ইউনিট প্রতিটি জেলা হাসপাতাল, মেডিক্যাল কলেজ-সহ তৃণমূল স্তরের সব স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কোনও সমস্যা আছে কি না দেখবে। স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নের জন্যই তারা কাজ করবেন। এদিন কেন্দ্রীয় সরকারকেও তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেন সংগঠনের সভাপতি ডাঃ শশী পাঁজা।

Latest article