এবার বিপর্যয় মোকাবিলায় সাহসিকতার পুরস্কার রাজ্যের, সোমবার আবার উত্তরে মুখ্যমন্ত্রী

আবার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবারই তিনি উত্তরে যেতে পারেন৷

Must read

প্রতিবেদন : আবার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবারই তিনি উত্তরে যেতে পারেন৷ সেখানে গিয়ে পুনর্গঠনের কাজে অগ্রগতি যেমন দেখবেন, পাশাপাশি প্রশাসনিক কাজগুলি নিয়েও প্রয়োজনীয় নির্দেশ দেবেন৷
উত্তরে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে যে-সমস্ত দমকলকর্মী, এসডিআরএফ সদস্য, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, পুলিশ এবং সরকারি-বেসরকারি কর্মী প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার এবং ত্রাণের কাজ করেছেন, তাঁদের বিশেষ সম্মানিত ও পুরস্কৃত করবে রাজ্য সরকার৷ নবান্ন সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে৷

আরও পড়ুন-খগেন মুর্মুদের ওপর হামলায় ধৃত আরও ২

আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর উত্তরে যাচ্ছেন৷ বন্যা বিধ্বস্ত এলাকাগুলির পাশাপাশি দার্জিলিংও যাবেন৷ যেখানকার কাজ নিয়ে তিনি যথাযথ নির্দেশ দেবেন বলে জানা গিয়েছে৷ উত্তর ও দক্ষিণে বন্যার মূল কারণই হচ্ছে, অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়া৷ ডিভিসি এবং পাঞ্চেতকে এ-ব্যাপারে বারবার বলা সত্ত্বেও সমাধান হয়নি৷ এই কারণে ডিভিসি ও পাঞ্চেতের বিরুদ্ধে আন্দোলনে নামার প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ আগামী ১১ অক্টোবর প্রথমে ডিভিসির মাইথন এবং তারপর পাঞ্চেত ঘেরাও করে প্রতিবাদ জানানো হবে৷ সব মিলিয়ে কড়া পদক্ষেপই নিতে চাইছে রাজ্য৷ অন্যদিকে, নতুন করে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় রাজ্যের বিভিন্ন জেলায় ফের বৃষ্টি শুরু হয়েছে৷ সর্তক করা হয়েছে সংশ্লিষ্ট দফতরগুলিকে৷

Latest article