সংবাদদাতা, বীরভূম : এবার কেন্দ্রের বিজেপি সরকারের অন্যতম সহযোগী দল তেলুগু দেশম পার্টির প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর রাজ্য অন্ধ্রপ্রদেশে বীরভূমের বাঙালি যুবকের রহস্যমৃত্যু। ট্রেনলাইনে রক্তাক্ত অবস্থায় কারকাঁকিনাড়া স্টেশনের পুলিশ উদ্ধার করল বীরভূমের নানুর থানার বড়গ্রামের ১৮ বছরের যুবক দুধকুমার বাগদির মৃতদেহ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যে তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে, কেবলমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য মেরে ফেলা হয়েছে এই বাঙালি যুবককে। আঠারো বছরে পা দেওয়া এই যুবক অন্ধ্রপ্রদেশে একটি রুটি কারখানায় কাজ করতে যাচ্ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রের কাঁকিনাড়া স্টেশনে যুবকের মৃতদেহ পাওয়া যায় বলে রেল পুলিশ সূত্রে নানুর থানার পুলিশকে জানানো হয়। এরপরেই নানুর থানার পুলিশ যুবকের পরিবারকে খবর দেয়। দুধকুমারের মা অন্ধ্রপ্রদেশ রওনা হয়েছেন ছেলের দেহ আনার জন্য।
আরও পড়ুন-সারদা-ভিটেয় ১৫০ বছরের জগদ্ধাত্রী পুজো
খবর পেয়ে মৃত যুবকের বাড়িতে পৌঁছন বীরভূম জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ। সেখানে দুধকুমারের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে কাজল বলেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। কর্মসূত্রে ভারতের যে কোনও রাজ্যের মানুষ নিজের পছন্দমতো যে কোনও রাজ্যে যেতে পারে। আমরা শুনতে পেলাম, দুধকুমার বাগদির মৃতদেহ ট্রেন লাইনে পাওয়া গিয়েছে। এটা অত্যন্ত বিস্ময়কর, একজন যুবক কাজ করতে যাচ্ছে আর তার মৃতদেহ পাওয়া যাচ্ছে ট্রেন লাইনের উপরে। বাংলার মানুষের উপর অত্যাচার বেড়েই চলেছে। আমরা বাংলা ভাষায় কথা বলি এটাই আমাদের অপরাধ। পরিবারের দাবি দুধকুমার ছোট থেকেই শান্ত স্বভাবের ছেলে। অকারণ কারও সঙ্গে ঝামেলায় জড়ায়নি। তাঁদের ধারণা, বাংলায় কথা বলার জন্যই তাঁদের ছেলেকে মেরে ফেলা হয়েছে।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…