এবার বিমানেই মৃত্যু মহিলাযাত্রীর

ফের বিপত্তি বিমান পরিষেবায়। এবার বিমানের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৩৭ বছরের এক মহিলাযাত্রী। তিনি তামিলনাড়ুর বাসিন্দা।

Must read

প্রতিবেদন : ফের বিপত্তি বিমান পরিষেবায়। এবার বিমানের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৩৭ বছরের এক মহিলাযাত্রী। তিনি তামিলনাড়ুর বাসিন্দা। ঘটনাটি ঘটেছে কুয়ালালামপুর থেকে চেন্নাইগামী বেসরকারি উড়ানে। জানা গিয়েছে, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে রওনা হওয়া বিমানটি চেন্নাই পৌঁছতেই ভিতরে পাওয়া যায় ওই মহিলার দেহ। অবতরণের ঠিক আগের মুহূর্তের এই ঘটনায় হকচকিয়ে যান যাত্রীরা। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেছেন।

আরও পড়ুন-অনুপ্রবেশ : নয়া ঘোষণা ট্রাম্পের

মঙ্গলবার সকালে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় মালয়েশিয়ার একটি বিমান। অবতরণের সময় হঠাৎই বিমানসেবিকার চোখে পড়ে, অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন এক মহিলাযাত্রী। তড়িঘড়ি তাঁকে পরীক্ষা করতে ছুটে আসেন চিকিৎসকদের একটি দল। কিন্তু প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। জানা গিয়েছে, উড়ানে বসে মাঝআকাশে কোনও এক সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই মহিলার। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিমানবন্দরের নিকটবর্তী একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার বয়স ৩৭ বছর। তিনি তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলার বাসিন্দা। প্রসঙ্গত, গত সপ্তাহেই দিল্লি থেকে ইন্ডিগোর মুম্বইগামী একটি বিমানে মাঝআকাশে হৃদরোগে আক্রান্ত হন এক যাত্রী। যদিও সেযাত্রায় বিমানের সওয়ারি এক চিকিৎসকের সহায়তায় তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু এবার এই মহিলাযাত্রীকে মাঝআকাশে আর বাঁচানো গেল না।

Latest article