রাখি গড়াই, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার নয়াগ্রামের পটশিল্পীরা যোগ দিতে যাচ্ছেন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে। হাতে আর মাত্র আটদিন। তাই চরম ব্যস্ত তাঁরা। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ নামে সারাবছর অনুষ্ঠান চলছে। এই প্রদর্শনী তারই অংশ।
আরও পড়ুন-“কত্থক কিঁউ নেহি শিখা ?”
পশ্চিম মেদিনীপুরের শিল্পীরা ৩০০ ফুট লম্বা ও ৬ ফুট চওড়া পট এঁকেছেন। পট চিত্রশিল্পী বাহাদুর চিত্রকারের নেতৃত্বে ৩২ জন শিল্পী যাবেন। বাহাদুর জানালেন, রাজধানীর রাজপথে বাংলার গৌরবকথা শোনানোর আনন্দ তো আছেই। তাই রেকর্ড সৃষ্টি করা পটচিত্র তৈরি করেছি। এত বড় পটচিত্র আগে হয়নি। এতে বাংলার বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থান মেদিনীপুরের দুর্দান্ত প্রতাপের কথা, নেতাজি সুভাষচন্দ্রের জন্মবৃত্তান্ত, তিতুমিরের বাঁশের কেল্লার লড়াই ছাড়াও পুরাতাত্ত্বিক কাহিনিও তুলে ধরা হয়েছে। সবংয়ের পটশিল্প ভারত ছাড়িয়ে আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড ইত্যাদি নানা দেশে ছড়িয়ে পড়েছে।
তবে নিজের দেশের রাজধানীতে প্রদর্শনের সুযোগ পাওয়া গর্বের। তাই সেরাটা দেওয়ার চেষ্টা করছি। পটশিল্পীরা হিন্দু পুরাণকাহিনি দিয়ে শুরু করেছিলেন। যদিও তাঁরা বেশিরভাগই কৃষিজীবী দরিদ্র মুসলিম পরিবারের। তবে এখন আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসও বিষয় হিসাবে উঠে আসে।