এবার উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমিস্টার শুরু ৮ সেপ্টেম্বর

চলতি শিক্ষাবর্ষ থেকেই উচ্চমাধ্যমিকে শুরু হচ্ছে সেমিস্টার সিস্টেম। দ্বাদশ শ্রেণিতে হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার।

Must read

প্রতিবেদন : চলতি শিক্ষাবর্ষ থেকেই উচ্চমাধ্যমিকে শুরু হচ্ছে সেমিস্টার সিস্টেম। দ্বাদশ শ্রেণিতে হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার। এবার সেই সেমিস্টারের দিনক্ষণ প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছরে তৃতীয় সেমিস্টার শুরু হবে ৮ সেপ্টেম্বর, চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। চতুর্থ সেমিস্টার শুরু হবে ১২ ফেব্রুয়ারি, চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা হবে।

আরও পড়ুন-প্রথম দশে হুগলিরই ১৪, উচ্চমাধ্যমিকেও কামাল জেলার, পিছিয়ে নেই কলকাতাও

সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, চতুর্থ সেমিস্টারের সঙ্গেই হবে তৃতীয় সেমিস্টারের সাপ্লির পরীক্ষা। এই বছর থেকে আরও একটি নতুন নিয়ম চালু করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সভাপতি জানান, যারা চলতি বছর উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হয়েছে বা ইলেভেন থেকে টুয়েলভে উঠলেও টেস্টে অ্যালাও হতে পারেনি তারা একটি নতুন অপশন পাবে এই বছর থেকে। এই নতুন পদ্ধতি বুধবার থেকেই শুরু হচ্ছে। তারা যদি নতুন সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে চায় তাহলে এই নতুন নিয়মে তারা মাইগ্রেশন করতে পারে, সেক্ষেত্রে তারা সেমিস্টার থ্রিতে পরীক্ষা দিতে পারবে। তবে তাদের স্কুলের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এবং একটি সম্মতিপত্র জমা দিতে হবে। এই পদ্ধতিটি পুরোটাই একমুখী হবে একবার নতুন নিয়মে মাইগ্রেট করলে সেই পড়ুয়া আর পুরনো নিয়মে ফিরে যেতে পারবে না।
এই প্রথম মার্কশিটে থাকছে কিউআর কোড এবং প্রত্যেকটি বিষয়ের পার্সেন্টাইল। এর ফলে পড়ুয়ারা নিজেরাই নিজেদের র‍্যাঙ্ক বুঝতে পারবে। কিউআর কোড স্ক্যান করলে পড়ুয়া তার রোল, রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ের নম্বর জানতে পারবে।

Latest article