এবার স্থায়ী হতে চলেছে টয়ট্রেনে রাত সফর

শান্ত পাহাড়, রেলের লক্ষ্মীলাভ

Must read

রিতিশা সরকার, শিলিগুড়ি:  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পাহাড়ে ফিরেছে শান্তি। উন্নয়নের জোয়ারে হাসছে পাহাড়। বাড়ছে পর্যটকের সংখ্যা। যার জেরে আয় বেড়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের। সোমবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার আনসুল জৈন শিলিগুড়ি জংশনে একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের জানালেন এমনটাই। তিনি বলেন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আয় অনেকটাই বেড়েছে। এই কারণে টয়ট্রেনের (Toy Train- Darjeeling) জন্য নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনাও। ঘুম ফেস্টিভ্যালকে কেন্দ্র করেই একমাস ব্যাপী অস্থায়ীভাবে নাইট সার্ভিস চালু করেছিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এবার পাহাড়ে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি হওয়ায় ও পর্যটকদের দাবি মেনে একইভাবে নাইট সার্ভিস চালু করার উদ্যোগও নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। তিনি বলেন, নিউ জলপাইগুড়ি থেকে স্বল্প দূরত্ব পর্যন্ত নাইট সার্ভিস টয়ট্রেন (Toy Train- Darjeeling) চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি অর্থবর্ষে নভেম্বর মাস পর্যন্ত প্রায় ১৩ কোটি টাকা আয় হয়েছে। সম্ভবত এটি রেকর্ড বলেও জানান তিনি। অন্যদিকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উদ্যোগে ঘুম ফেস্টিভ্যাল চলছিল গত একমাস ধরে। এর জন্য টয়ট্রেনকে আরও আধুনিক পদ্ধতিতে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন-হাওড়া-বর্ধমান কর্ড শাখায় টানা দু’মাস বিপত্তি ট্রেনে

Latest article