প্রতিবেদন: এবার নতুন হুমকি ট্রাম্পের। আমেরিকায় উৎপাদন না করা হলে সেমিকন্ডাক্টর ও কম্পিউটার চিপে ১০০% শুল্ক বসানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুধুমাত্র যেসব সংস্থা আমেরিকার উৎপাদন শিল্পে বিনিয়োগ করবে তাদেরই ছাড় দেওয়া হবে। অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, আমরা চিপ এবং সেমিকন্ডাক্টরের উপর এবার ১০০% শুল্ক বসাব।
আরও পড়ুন-মুখ পুড়ল বিজেপির, দিঘার জগন্নাথধাম মামলা খারিজ
আমেরিকায় উৎপাদন করলেই কোনও শুল্ক দিতে হবে না। ট্রাম্পের এই বাড়তি শুল্ক কার্যকর হলে বহু বৈদ্যুতিন সরঞ্জামের দাম বাড়বে। গাড়ি, মোবাইল ফোন, গৃহস্থালিতে ব্যবহৃত সরঞ্জামের দাম বাড়বে। ট্রাম্পের এই ঘোষণার পর প্রতিক্রিয়া দিয়েছে সেমিকন্ডাক্টর শিল্পে অগ্রণী দুই দেশ দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান।
এদিকে বৃহস্পতিবার রুশ সংবাদসংস্থা তাস জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বুধবারই ট্রাম্পের দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক হয় পুতিনের।