বিশ্বজিৎ চক্রবর্তী আলিপুরদুয়ার: আপনি সঙ্গী-সাথীদের নিয়ে ডুয়ার্স ভ্রমণ করতে এসে বক্সার জঙ্গল ঘুরে দেখতে চাইছেন, কিন্তু বক্সার গেটে এসে দেখলেন, পকেটে নগদ টাকা নেই। কুছ পরোয়া নেই, পকেটে থাকা মোবাইল বের করে শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করলেই আপনার সামনে খুলে যাবে বক্সার জঙ্গলের দরজা। কিউআর কোড স্ক্যান করে বাজারঘাট থেকে শুরু করে সিনেমা দেখা, এমনকী পুজোর চাঁদা আদায় করতেও আমরা সকলেই দেখেছি। নগদ লেনদেনের ঝামেলা এখনও অনেকটাই অতীত। সেই ধারা বজায় রেখে এবার ডুয়ার্সের পর্যটনেও কিউআর কোডের আবির্ভাব ঘটল।
আরও পড়ুন-জুনেই শিলিগুড়িতে শুরু হবে আন্ডারগ্রাউন্ড কেবলিংয়ের কাজ
বক্সার জঙ্গল ঘুরতে আসা পর্যটকদের জন্য দারুণ সুখবর। এখন থেকে বক্সার জঙ্গলে টিকিট কাটার জন্য ক্যাশলেস ব্যাবস্থা গ্রহণ করল বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। বক্সা টাইগার রিজার্ভের রাজাভাতখাওয়া চেকপোস্টের টিকিট কাউন্টারে এই ব্যাবস্থা করা হয়েছে। এর ফলে বক্সার জঙ্গলে প্রবেশ করতে হলে ক্যাশ টাকা সঙ্গে না থাকলেও ডিজিটালি পেমেন্ট করে পর্যটকরা এই জঙ্গলের ভেতর জয়ন্তী, জঙ্গল সাফারি সবটাই করতে পারবেন। সোমবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র উপঅধিকর্তা (পশ্চিম) এই খবর জানান। ক্ষেত্র উপঅধিকর্তা হরিকৃষনান পি জে বলেন, ‘‘এখন থেকে পর্যাটকদের সুবিধার্থে টিকিট কাউন্টারে এই ব্যাবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে কার্ড সোয়াইপ ও কিউআর স্ক্যান করে পর্যটকরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে পারবেন। ১৫ জুন মাস থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে এই জঙ্গল। জঙ্গল বন্ধ হওয়ার পূর্বেই এই পদক্ষেপে দারুণ ভাবে আপ্লুত পর্যটকরা।