নয়াদিল্লি : সরকারি অনুষ্ঠানে আমিষ খাদ্য পরিবেশন বন্ধ করতে প্রাইভেট মেম্বার বিল আসতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশনে৷ পশ্চিম দিল্লির সাংসদ বিজেপির পরবেশ সাহেব সিং অফিসিয়াল গভর্মেন্ট মিটিং অ্যান্ড ফাংকশনস বিল আনতে চলেছেন। তাঁর মতে, জার্মানির পরিবেশমন্ত্রক প্রস্তাব দিয়েছে, সরকারি অনুষ্ঠানে আমিষ খাবার বর্জন করতে হবে। কারণ, এতে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর ওপর এর বিরাট প্রভাব পড়ে। সেই কারণে এই বিলটি ভারতে আনা প্রয়োজন।
আরও পড়ুন-উপগ্রহ চিত্রে চিনের নির্মাণ, বিতর্ক
বিজেপি সাংসদের এই যুক্তি শুনে অনেকেই বলছেন, দেশের মানুষ কী খাবেন, কী পরবেন তার উপর নিজেদের পছন্দ চাপিয়ে দিতে চায় বিজেপি৷ সেই দৃষ্টিভঙ্গি থেকেই এমন বেনজির উদ্যোগ৷ এর পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিতে যাতে ঘুষের আদানপ্রদান বন্ধ হয় তার জন্যও আলাদা প্রাইভেট মেম্বার বিল আনা হচ্ছে। লোকসভার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের শীতকালীন অধিবেশনে মোট ২০টি প্রাইভেট মেম্বার বিল আলোচনার জন্য তালিকাভুক্ত হয়েছে। সংসদের পরিসংখ্যান অনুযায়ী, স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত মোট ১৪টি প্রাইভেট মেম্বার বিল পাস হয়েছে সংসদে। ১৯৭০ সালে শেষবার একটি প্রাইভেট মেম্বার বিল পাস হয়।