একসাথে লড়াই হবে: শোভন-বৈশাখীকে দলে স্বাগত জানিয়ে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে এবার দলে কোন পদ দেওয়া হবে সেই বিষয়ে এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

Must read

ঘরে ফিরলেন শোভন বৈশাখী। ”সক্রিয় রাজনীতি থেকে এতদিন দূরে ছিলেন শোভন চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে এবার দলে কোন পদ দেওয়া হবে সেই বিষয়ে এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সোমবারই তাঁরা দলে ফিরেছেন। এরপর দলের ওয়ার্কিং কমিটি সম্মিলীত সিদ্ধান্ত নেবে।” সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথাই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আরও পড়ুন-পর্ন নিষেধাজ্ঞার শুনানিতে নেপালের প্রসঙ্গ তুলল সুপ্রিম কোর্ট

সোমবার তৃণমূল ভবনে শোভন চট্টোপাধ্যায়ের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস। সেখানে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ”ঘরের ছেলে ঘরে ফিরল। ফিরে আসার আবেদন করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল স্বাগত জানাল শোভন চট্টোপাধ্যায়কে।” তিনি আরও জানান, যোগদান কর্মসূচি শেষ করে অভিষেকের সঙ্গে দেখা করতে যাবেন শোভন চট্টোপাধ্যায়। সেই মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন শোভন, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁদের পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করে অভিষেক স্বাগত জানিয়ে বললেন,‘”দল বেছে নেওয়ার অধিকার প্রত্যেকের আছে। উনি দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। এবার আমাদের সঙ্গে লড়াই করবেন। শোভনদা, বৈশাখী বন্দ্যোপাধ্যায় আজ এসেছেন। দু’জনকেই শুভেচ্ছা জানাচ্ছি। তাঁরা দলের সৈনিক হিসাবে কাজ করবেন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের হাত আরও শক্তিশালী করবেন।”

আরও পড়ুন-যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন চিরঞ্জীব ভট্টাচার্য

শোভনের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, ”শোভন চট্টোপাধ্যায় গত ৫-৬ বছর ধরে দলের চেয়ারপার্সনের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তবে সক্রিয় রাজনীতি থেকে এতদিন দূরে ছিলেন। তবে এবার তিনি ফিরে এসেছেন। আশা করি দলীয় নেতৃত্বের কথা মতো ওঁরা তৃণমূলের হয়ে লড়াই করবেন।”

তবে শোভনের পদ নিয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি। তিনি কবে কোন দায়িত্বে ফিরবেন, বা ২০২৬ সালের বিধানসভা ভোটে প্রার্থী হবেন কি না, এই নিয়েই ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Latest article