এবার বিএনপির তিরে বিদ্ধ ইউনুস

নিজের ঘরেই আস্থা হারাচ্ছে মহম্মদ ইউনুস প্রশাসন। বিভিন্ন কারণে বিএনপির সঙ্গে দ্বন্দ্ব বাঁধছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের।

Must read

প্রতিবেদন: নিজের ঘরেই আস্থা হারাচ্ছে মহম্মদ ইউনুস প্রশাসন। বিভিন্ন কারণে বিএনপির সঙ্গে দ্বন্দ্ব বাঁধছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। এবার ইউনুস প্রশাসনের বিরুদ্ধে গোপনে গোয়েন্দাদের কাজে লাগিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালানোর অভিযোগ তুলল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি।
গণতান্ত্রিক পথে নির্বাচন এড়িয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাহায্যে ক্ষমতায় থাকতে থাকতেই নয়া রাজনৈতিক দল গঠন করার এই চেষ্টা চলছে বলে দাবি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির। এমনকী দেরি করে নির্বাচন করিয়ে সেই নির্বাচনে রাষ্ট্রের মদতে কারচুপি করে পাকাপাকিভাবে সরকারে আসার চক্রান্ত চলছে বলে আশঙ্কা এই বিএনপি নেতার। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিএনপিকে ভেঙে ফেলতে ষড়যন্ত্রেরও অভিযোগ করেছেন তিনি।

আরও পড়ুন-বছরে ২২৪৪ কোটি চাঁদা তুলে মোদির ‘জুমলা’ সরকার!

সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির যুগ্মমহাসচিব জানিয়েছেন, কারা নির্বাচিত হবেন, তাও যদি গোয়েন্দা সংস্থাগুলি নির্ধারণ করে দেয়, তা হলে এই আত্মত্যাগের কী দাম থাকবে? গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে দ্রুত নির্বাচন হবে না বলে জানিয়েছেন মহম্মদ ইউনুস। তারপর থেকেই দেশের অভ্যন্তরে বিভিন্ন মহলের প্রশ্নের মুখে পড়ছে তত্ত্বাবধায়ক সরকার। নির্বাচনের আয়োজনের ক্ষেত্রে গড়িমসির অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরও।

Latest article