এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৮ লাখেরও বেশি, উচ্চমাধ্যমিকের জন্য ছুটি বাতিল

এমনই নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্যের সব স্কুলের প্রধান শিক্ষককে এই মর্মে চিঠি দিয়েছে সংসদ।

Must read

প্রতিবেদন : আসন্ন উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষার দিনগুলিতে কোনও শিক্ষক ও শিক্ষাকর্মী ছুটি (holiday) নিতে পারবেন না। এমনই নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্যের সব স্কুলের প্রধান শিক্ষককে এই মর্মে চিঠি দিয়েছে সংসদ। সেই সঙ্গে আরও বলা হয়েছে, অত্যন্ত জরুরি পরিস্থিতিতে জেলা স্কুল পরিদর্শকের সঙ্গে আলোচনা করে ছুটি অনুমোদনের সিদ্ধান্ত নিতে হবে প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালনা সমিতিকে।

আরও পড়ুন-অনাস্থা ও আস্থা ভোটের ভবিষ্যৎ ঠিক হবে পরে

সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব স্কুলে উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষা চলবে, সেখানে পরীক্ষার দিন অন্যান্য ক্লাসের নিয়মিত পঠনপাঠন বন্ধ থাকবে। যেসব স্কুলে কেবলমাত্র একাদশ শ্রেণির পরীক্ষা হবে, সেখানে পঠনপাঠন হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার ভার স্কুল কর্তৃপক্ষের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। ১৪ থেকে ২৭ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে। এবছর পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে ৮ লক্ষেরও বেশি। পরীক্ষার জন্য সংসদের প্রস্তুতিও প্রায় শেষ বলেই জানানো হয়েছে।

Latest article