‘যারা মারলো তারা বাড়ি চলে গেল, আর যার মার খেলো তাদের গ্রেফতার করা হল’ আগরতলার পথসভায় কুণাল ঘোষ

আজ আগরতলায় পথসভা করছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এদিন মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বিজেপির ব্যবহারের ক্ষোভ উগরে দিলেন।

Must read

আজ আগরতলায় পথসভা করছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এদিন মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বিজেপির ব্যবহারের ক্ষোভ উগরে দিলেন।

তিনি এদিন বলেন, ‘দিদিকে বলোর নকল দাদাকে বলো।অন্ডাল বিমানবন্দরের ছবি নকল করে বিজ্ঞাপন দিচ্ছে। মা উড়ালপুলের ছবি উত্তরপ্রদেশে নকল করে বিজ্ঞাপন দিচ্ছে। তাই নকল বিজেপিকে নেবেন কেন? আসল উন্নয়নের জন্য তৃণমূলকে আনুন।’

আরও পড়ুন-Susmita Deb: আগরতলার পথসভায় সুস্মিতা দেব, প্রশ্ন তুললেন বিভিন্ন ইস্যুতে

গতকালের ঘটনা নিয়ে কুণাল ঘোষ বলেন, ‘আমি কাঁদতে কাঁদতে বলতে আসিনি যে কাল থানায় কী হয়েছে। আমি কেঁদে বলতে আসিনি, যে আমার জয়া দত্ত আর মৃত্যুঞ্জয় পালের মৃতদেহ বের হতো। যারা মারলো তারা বাড়ি চলে গেল। আর যার মার খেলো তাদের গ্রেফতার করা হলো।
মহিলা পুলিশরা পর্যন্ত ভয়ে কাঁপছে। সাংবাদিকরা আক্রান্ত। এটা গণতন্ত্র? একটি পুরভোট এত সম্মানে লাগছে।’

আরও পড়ুন-Agartala TMC Meeting: আগরতলায় আজ দুপুরে সভা তৃণমূল কংগ্রেসের, সায়নীর পাশে শীর্ষ নেতৃত্ব

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগরতলা আসার প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিষেকের নাম শুনলে বিজেপির হাত পা কাঁপছে। আমাদের তরুণ নেতা যেমন বলেছেন, তেমন করেছেন। আগরতলায় এসেছেন। গোটা বিষয়টির দিকে নজর রাখছেন। আপনাদের আক্রমণে আমরা ভয় পাচ্ছি না। আত্মবিশ্বাসী হচ্ছি। আমাদের সাংসদরা দিল্লিতে প্রতিবাদ জানাচ্ছে। আদি বিজেপিকে অনুরোধ, আপনারা নিজেদের নীতি আদর্শ নিয়ে লরুন।পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার যায়, আপনাদের থানায় গুণ্ডা যায়। এটাই তফাৎ।’

আরও পড়ুন-TMC in Delhi: স্বরাষ্ট্রমন্ত্রী সময় দিলেন না, অবশেষে নর্থ ব্লকের সামনে ধর্নায় বসল তৃণমূল কংগ্রেস

এদিন তিনি বামপন্থীদের কটাক্ষ করতে ছাড়েন নি। তিনি বলেন, ‘বামপন্থীদের বলবো, আপনারা দল করুন, লাল ঝান্ডা নিয়ে মিছিল করুন। কিন্তু এবার উন্নয়নের স্বার্থে তৃণমূলকে ভোট দিন। দেশজুড়ে একমাত্র বিজেপির চোখে চোখ রেখে লড়াই করছে তৃণমূল। বিপ্লব দেবও তো কুৎসা করতে বাংলায় গেছিলেন বিধানসভা ভোটের আগে। এখন আমাদের দেখে বুকে ব্যথা করছে। আমরা বহিরাগত নয়। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর কাছে এসেছি। উনি আমার বাবার পেশেন্ট ছিলেন। মানিক সরকারের সাক্ষাৎকার নিতে এসেছি। ওনাকে শ্রদ্ধা করি। বিজেপির কাল কা যোগী নেতাদের জন্মের আগে থেকে ত্রিপুরার সঙ্গে আমার সম্পর্ক।

আরও পড়ুন-Abhishek Banerjee: ধমকে-চমকে তৃণমূলকে আটকানো যাবে না, ত্রিপুরায় পৌঁছেই হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সামনে পুরভোট প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘চুপচাপ জোড়া ফুলে ছাপ। আমরা শান্তির পথে চলবো। বিপ্লব দেব বুঝবেন ওনার ভুল। ওনার সঙ্গে বিজেপির লোকেরাই নেই। মিসড কল দিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সুনীল দেওধর কোথায়?দিল্লির রাজপথে বসে আছেন আমাদের সাংসদরা। সারা ভারত দেখছে ত্রিপুরায় কিভাবে গণতন্ত্র ভুলিন্ঠ হচ্ছে।’

Latest article