টানা বৃষ্টির পর গত দুদিন ধরেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলোতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণে তাপমাত্রা বাড়লেও, উত্তরের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি হওয়ার আশঙ্কা রয়েছে। রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন- এবার মোদি-শাহর রাজ্যেও পালিত হবে “খেলা হবে দিবস”
দক্ষিণবঙ্গে গরমের জেরে হাঁসফাঁস অবস্থা এর মধ্যেই তৈরি হয়েছে। ক্রমশ বেড়েই চলেছে তাপমাত্রা। যদিও কয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সেটা খুবই সামান্য এবং বিক্ষিপ্তভাবে হতে পারে। তবে উত্তরের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি এবং ভূমিধসের সম্ভাবনা এড়িয়ে যাওয়া যায়না।
১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে আবাহাওয়া দফতর।
কলকাতায় আজ, বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নির্দেশে করোনার তৃতীয় ঢেউ রুখতে পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট
আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ অগাস্ট সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হহওয়ার পূর্বাভাস রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন-‘কন্যাশ্রী’ হল ‘কন্নাশ্রী’, বিক্ষোভ দেখাতে গিয়ে বানান বিড়ম্বনায় পড়লেন দিলীপ
আজ থেকেই দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও ভারী বৃষ্টি শুরুর কথা বলা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ১৫ অগাস্ট রবিবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে এবং বাকি তিন জেলায় বেশ ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামী কয়েকদিন সকালের দিকের তাপমাত্রারপরিবর্তন হবে না বলে জানানো হয়েছে ।