নিষিদ্ধের ভাবনা

সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, আদালতের নির্দেশের পরই আমেরিকায় গর্ভপাতের ওষুধের চাহিদা এক লাফে ১০ শতাংশ বেড়েছে।

Must read

দু’দিন আগে আমেরিকার সুপ্রিম কোর্টের নির্দেশে সেদেশে গর্ভপাত নিষিদ্ধ হয়েছে। কিন্তু গর্ভনিরোধক ওষুধ নিয়ে দেখা দিয়েছে এক নতুন সমস্যা। জো বাইডেন প্রশাসন মনে করছে চোরাগোপ্তা পথে এবার গর্ভপাতের ওষুধ বিক্রি বাড়বে। তাই গর্ভপাত ঠেকাতে এবার এ ধরনের ওষুধ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে প্রশাসন।

আরও পড়ুন-গলছে হিমবাহ, এভারেস্টের বেসক্যাম্প সরানোর ভাবনা

সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, আদালতের নির্দেশের পরই আমেরিকায় গর্ভপাতের ওষুধের চাহিদা এক লাফে ১০ শতাংশ বেড়েছে। তবে সে দেশের এক চিকিৎসক মনে করছেন, আইন করে গর্ভপাতের ওষুধ নিষিদ্ধ করা হলেও বিক্রি কতটা বন্ধ হবে তা নিয়ে সন্দেহ আছে। কারণ কোনও সংস্থাই চাইবে না, তাদের তৈরি কোটি কোটি টাকার ওষুধ জলে ফেলে দেওয়া হোক। বরং সংস্থাগুলি চাইবে, যে ওষুধ মজুত রয়েছে তার সবটাই বিক্রি করতে।

Latest article