শিলাবৃষ্টিতে হাজার হাজার বিঘে জমির ধান নষ্ট

মুর্শিদাবাদে কালবৈশাখীর তাণ্ডবে একপ্রকার তছনছ হয়ে গিয়েছে বেশ কিছু গ্রাম। এর মধ্যে সুতি ১ ব্লকের বংশবাটি পঞ্চায়েতের রাতুরি, শ্রীরামপুরও রয়েছে

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : মুর্শিদাবাদে কালবৈশাখীর তাণ্ডবে একপ্রকার তছনছ হয়ে গিয়েছে বেশ কিছু গ্রাম। এর মধ্যে সুতি ১ ব্লকের বংশবাটি পঞ্চায়েতের রাতুরি, শ্রীরামপুরও রয়েছে। সুতিতে দুদিনের শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুফলে বিপদে পড়েছেন কয়েক হাজার চাষি। কালবৈশাখীর প্রভাবে গত দুদিন ধরে শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় কয়েক হাজার বিঘা জমির পাকা ও কাঁচা ধান নষ্ট হয়ে গিয়েছে। কমবেশি এক বিঘা জমিতে ধানচাষে ৫ হাজার টাকা খরচ হয়, সেই টাকা উঠবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা।

আরও পড়ুন-গণতান্ত্রিকভাবে কেন্দ্রকে উত্তর দিন

সারা বছর এই ধানের দিকে তাঁদের নজর থাকে, কিন্তু শিলাবৃষ্টিতে ধান নষ্ট হওয়ায় দুর্ভোগের শেষ নেই। গ্রামপ্রধান এবং সরকারি প্রতিনিধিদের জানিয়েছেন তাঁরা। প্রধান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে চাষিদের ভর্তুকি দেওয়ার কথা তুলবেন বলে জানান। বংশবাটি পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি বাবুল শেখ বলেন, ‘ইতিমধ্যেই আমরা জমিগুলি পরিদর্শন করেছি। সেগুলোর মধ্যে আমাদেরও বেশ কিছু জমি আছে। এখন আর কোনও উপায় নেই। এক সপ্তাহের মধ্যেই ধানগুলি কাটতে হত। চাষিদের অনুরোধমতো বিষয়টি ব্লক আধিকারিকদের সামনে তুলে ধরব।’

Latest article