সংবাদদাতা, বহরমপুর: বহরমপুরের পুজো কার্নিভালে অংশ নিয়েছিলেন জেলার ৬৫ জন লোকশিল্পী। অনুষ্ঠান বাবদ ওঁরা মাথাপিছু হাজার টাকা অনুদান পেতে চলেছেন। ৭ অক্টোবর বহরমপুর ওআইএমএ ময়দানে দুর্গাপুজো কার্নিভালের আয়োজন করে জেলা প্রশাসন এবং তথ্য- সংস্কৃতি দফতর।
আরও পড়ুন-ভারত-ভুটান বাণিজ্যে গতি
তাতে বারোটি পুজো কমিটি অংশ নেয়। কার্নিভাল উপলক্ষে জেলার বেলডাঙা, কান্দি, রানিনগর-সহ বিভিন্ন এলাকার ৫০ জন ঢাকী ছিলেন। এছাড়া রাইবেঁশে নৃত্যের জন্য ১৫ জন লোকশিল্পীও আমন্ত্রিত ছিলেন। জেলা তথ্য-সংস্কৃতি আধিকারিক প্রবাল বসাক জানালেন, খরগ্রামের আবু খালেদ তাঁর ১৫ জন রাইবেঁশে শিল্পী নিয়ে অংশ নেন। এছাড়া ৫০ জন ঢাকি ছিলেন। ওই ৬৫ জনকে হাজার টাকা করে দেওয়া হবে। জেলায় ১৩ হাজার লোকশিল্পী রয়েছেন। রাজ্য সরকার ওঁদের মাসে হাজার টাকা ভাতা দেয়। ওঁরা দুর্গাপুজোর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে অর্থ উপার্জন করেছেন।