কেজরিকে হুমকি

উল্লেখ্য, কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে বলে মাস দুয়েক আগে অভিযোগ করেছিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।

Must read

প্রাণনাশের হুমকি দেওয়া হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। মাঝরাতে ফোন করে মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়ার খবর পেতেই তৎপর হয়ে ওঠে দিল্লি পুলিশ। ফোন নম্বর ট্র্যাক করে সংশ্লিষ্ট ব্যক্তির হদিশ পায় পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, বছর ৩৮-এর এক ব্যক্তি কেজরিওয়ালকে প্রাণনাশের হুমকি দেয়।

আরও পড়ুন-‘নানারকম ভাবে অত্যাচার চলছে, এ নিয়ে কখনও দেখি না কোনও আলোচনা করতে’ বিশ্বভারতী নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। সে কারণে তাঁকে দিল্লির গুলাবি বাগে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে বলে মাস দুয়েক আগে অভিযোগ করেছিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি। প্রসঙ্গত, দিনকয়েক আগে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে প্রাণনাশের হুমকি দিয়ে একটি ফোন এসেছিল।

Latest article