নিউ ইয়র্ক, ৩০ মে : টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আগামী ৯ জুন। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে বিশ্বকাপের এই মেগা ম্যাচে হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইএসআইএস-কে। যার জেরে ম্যাচের দিন নাসাউ স্টেডিয়ামকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্ক ও নাসাউ কাউন্টির পুলিশ।
আরও পড়ুন-ভেবেচিন্তে কোচ বেছে নাও, বার্তা সৌরভের, প্রাক্তন অধিনায়কের পোস্ট ঘিরে জল্পনা
জঙ্গি সংগঠনের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে ভারত-পাকিস্তান ম্যাচে হামলা করার জন্য আহ্বান করা হয়েছে। জঙ্গি হামলার নাম দেওয়া হয়েছে ‘লোন উলফ’। ভিডিওতে বলা হয়েছে, যে কেউ এই হামলা করতে পারে। জঙ্গি হানার হুমকির পরেই নিরাপত্তা বাড়ানোর ঘোষণা করে বিবৃতি দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন এবং আইসিসি-র তরফে।
নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার হুমকির কথা জানিয়ে বলেছেন, ‘‘লোন উলফ হামলার হুমকি দেওয়া হয়েছে। গুরুত্ব সহকারে নিচ্ছি এই হুমকি। এত বড় ম্যাচে প্রচুর দর্শক আসবেন। আমরা নাসাউ কাউন্টির ইতিহাসে বৃহত্তম নিরাপত্তা ব্যবস্থা রাখছি। ৯ জুন ম্যাচের দিন স্টেডিয়ামকে সম্পূর্ণ নিরাপদ রাখতে চাই।’’
আরও পড়ুন-বাড়তি আরও ৪ শতাংশ ডিএ পেলেন রাজ্য সরকারি কর্মীরা
আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘‘টুর্নামেন্টে প্রত্যেকের নিরাপত্তা আমাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে। শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা রাখার পাশাপাশি পরিস্থিতির দিকে সর্বক্ষণ নজর রাখা হচ্ছে।’’