জেলেনস্কির হুমকি

একইসঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন, খেরসন শহরে স্বাধীনতার জন্য কোনও গণভোটের আয়োজন করা হলেও তিনি শান্তি আলোচনা থেকে সরে আসবেন।

Must read

মারিউপোল শহরে কোনও ইউক্রেনীয় সেনাকে হত্যা করা হলে শান্তি আলোচনা বাতিল করে দেওয়া হবে বলে হুমকি দিলেন সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একইসঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন, খেরসন শহরে স্বাধীনতার জন্য কোনও গণভোটের আয়োজন করা হলেও তিনি শান্তি আলোচনা থেকে সরে আসবেন।

আরও পড়ুন-যুদ্ধের জেরে অথৈ জলে রেলের বরাত

পুতিন বাহিনীর নৃশংসতা নিয়ে মুখ খুলেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া যেভাবে গণহত্যা চালাচ্ছে তা মানবতার পক্ষে অত্যন্ত লজ্জাজনক ঘটনা। যুদ্ধে জিততে না পেরে রাশিয়া এভাবে মহিলা, শিশু ও বয়স্কদের নিশানা করছে। রুশ প্রেসিডেন্ট পুতিন যদি এভাবেই গণহত্যা চালিয়ে যান তাহলে ইউক্রেন তাদের সঙ্গে শান্তি আলোচনায় বসবেন না।

Latest article