প্রতিবেদন : সদ্য টেস্ট দল থেকে বাদ পড়েছেন। এবার ২২ গজের বাইরের এক ঘটনায় ফের শিরোনামে ঋদ্ধিমান সাহা। ঋদ্ধির (Riddhiman Saha) দাবি, তাঁকে হোয়্যাটসঅ্যাপে হুমকি দিয়েছেন এক সাংবাদিক! শনিবার রাতে নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একটি হোয়্যাটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেন ঋদ্ধিমান। সঙ্গে তিনি লিখেছেন, ‘‘ভারতীয় ক্রিকেটে আমার যাবতীয় অবদানের পর তথাকথিত এক শ্রদ্ধেয় সাংবাদিকের কাছ থেকে এমন সব কথা শুনতে হচ্ছে। কোন পর্যায়ে নেমে গিয়েছে সাংবাদিকতা!’’
ঋদ্ধি যে হোয়্যাটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেছেন, তাতে একটি মেসেজে লেখা রয়েছে, ‘তুমি ফোন করলে না। আমি আর কখনও তোমার ইন্টারভিউ নেব না। আমি অপমান সহজভাবে নিই না। এটা মনে রাখব।’ তবে ওই ব্যক্তির নাম গোপন রেখেছেন ঋদ্ধিমান (Riddhiman Saha)।
ঋদ্ধির ওই পোস্টের পর আলোড়ন পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঋদ্ধির পাশে দাঁড়িয়ে তোপ দেগেছেন প্রাক্তন দুই ক্রিকেট তারকা বীরেন্দ্র শেহবাগ ও হরভজন সিংও। শেহবাগ ট্যুইট করেন, ‘‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এতটা অধিকারবোধ! তোমার পাশে আছি ঋদ্ধি।’’ অন্যদিকে, হরভজন ট্যুইট করেন, ‘‘ঋদ্ধি তোমার উচিত ওই সাংবাদিকের নাম প্রকাশ্যে আনা।’’
আরও পড়ুন – আরসিবির নেতা হয়তো ডুপ্লেসি-ই
এদিকে, গতকাল মিডিয়ার সামনে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের টেক্সড মেসেজের কথা ফাঁস করেছিলেন ঋদ্ধিমান। রবিবার এই প্রসঙ্গে সিএবি সচিব স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ‘‘বোর্ড প্রেসিডেন্টের কথা ঋদ্ধি প্রকাশ্যে না আনলেই ভাল করত। তবে বাংলা দলে ও সব সময়ই স্বাগত। কারণ ও খেললে দলের শক্তি বাড়বে।’’